ছয় বিদেশির নিয়ম করেছে বিগ ব্যাশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশের ২০১৯-২০ মৌসুমের জন্য নতুন নিয়ম করেছে টুর্নামেন্টটির পরিচালনা কর্তৃপক্ষ। আগামী আসর থেকে ছয় বিদেশির সাথে চুক্তি করতে পারবে যে কোন দল। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তা অ্যান্থনি এভিরার্ড।


গত কয়েক বছর ধরে একাদশের পাশাপাশি ১৮ জনের স্কোয়াডেও মাত্র দুইজন বিদেশিকে নেয়ার নিয়ম ছিল বিগ ব্যাশে। কিন্তু এবার ছয় জনের সাথে চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে তারা।


promotional_ad

তবে দলের সাথে পূর্বের ন্যায় দুইজন করেই বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন। প্রয়োজনে তাঁদের মধ্যে রদবদল করতে পারবে দলগুলো। কিন্তু স্কোয়াডের সাথে দুইজনের বেশি বিদেশি ক্রিকেটারের নিয়ম এখনও বহাল রেখেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।


২০১৮-১৯ মৌসুমের পর এই সিদ্ধান্তে এসেছে বিগ ব্যাশের টেকনিক্যাল কমিটি। এই নিয়মটি বিগ ব্যাশে তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে সহায়তা করবে। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তা অ্যান্থনি এভিরার্ড বলেন,


'দর্শকের কথা বিবেচনায় রেখেছি এবং খেলার বাকি অংশীদারদের সাথে নিয়ম পরিবর্তনের ব্যাপারে আলাপ করেছি। আমরা ২০১৯/২০ মৌসুমে এর বাস্তবায়ন করব। দ্য এসিএ, বিগ ব্যাশের ক্লাব এবং আমাদের সম্প্রচার অংশীদাররা এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি ক্লাব ছয়জন বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি করতে পারবে বিগ ব্যাশের নবম আসরের জন্য।


'সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটার ক্লাবগুলোর স্কোয়াডে থাকার অনুমতি পাবে কিন্তু এখন সুবিধা বাড়ানো হয়েছে, সম্পূর্ণ মৌসুম জুড়ে ছয় বিদেশির সাথে চুক্তি করতে পারবে ক্লাবগুলো এবং প্রয়োজন অনুযায়ী সে সব ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তি এবং দলের বাইরে রাখতে পাবে তারা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball