আইপিএল থেকেই শিখছে বাকি লীগ গুলোঃ ভেট্টোরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উন্নতির পেছনে বড় ধরণের ভূমিকা রেখেছে আইপিএল। এর মাধ্যমেই সারাবিশ্বের সকল প্রতিভা একত্র হচ্ছে বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
আইপিএল ছাড়াও সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রিকেট ছাড়ার পর কোচিং করিয়েছেন আইপিএল এবং বিগ ব্যাশে। তাই খুব কাছ থেকেই আইপিএল এবং বাকি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর পার্থক্য দেখেছেন তিনি।

দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন। অবসরের পর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যাঙ্গালুরুর। চলতি মৌসুমেও কোচিংয়ের ভুমিকায় ছিলেন তিনি।
এছাড়া বিগ ব্যাশে ব্রিসবেন হিট এবং ইংলিশ টি-টুয়েন্টি লীগে মিডেলসেক্সের কোচ ছিলেন তিনি। চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে রাজশাহী কিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও পরবর্তীতে নাম সরিয়ে নিয়েছেন তিনি। আইপিএলকে বিগ ব্যাশ-বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর পথ প্রদর্শক হিসেবে গণ্য করেন ভেট্টোরি।
'বাকি লীগ গুলো আইপিএল থেকে অনেক কিছু শিখেছে এবং শিখছে। শুধু মাঠের ভেতরের খেলায় নয়, মাঠের বাইরেও অনেক কিছু শিখছে বাকি লীগ গুলো, বিশেষ করে কিভাবে অবকাঠামো গড়ে উঠছে ও পেশাদারিত্বের ব্যাপারও আছে। এই জন্যই আইপিএল অন্য মাত্রায় পৌঁছে গেছে,' ক্রিকইনফোর পডকাস্টে বলেছেন ভেট্টোরি।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের সামর্থ্যের কারণেই আইপিএল বাকি ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে সম্পূর্ণ আলাদা। তিনি বলেছেন,
'সকল প্রতিভা একত্র করার সুযোগ হচ্ছে আইপিএলে। বিশ্বের প্রায় সকল তারকা ক্রিকেটার খেলছে এখানে। আমি মনে করি, ভারতীয় ক্রিকেটারদের শক্তি সামর্থ্য বাকি লীগ গুলো থেকে আইপিএলকে আলাদা করে।'