এলিমিনেটরে মুখোমুখি দিল্লী-হায়দ্রাবাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের ১২ আসরে এখন পর্যন্ত একবারও ফাইনালের টিকিট পায় নি দিল্লী ক্যাপিটালস। বেশ কয়েকবার প্লে-অফ পর্যন্ত গিয়ে ফিরে আসতে হয়েছে তাদের। তাই নতুন নাম নিয়ে এবারের আসরে মাঠে নামা দলটির সামনে সুযোগ রয়েছে প্রথম বারের মত আইপিএলের ফাইনাল খেলার।
তবে ফাইনালের টিকিট পেতে হলে দলটিকে পাড়ি দিতে হবে কঠিন পথ। আজ বুধবার এলিমিনেটর রাউন্ডের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে দিল্লী। বিশাখাপত্নমে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের শেষ ম্যাচে হেরে শেষ চারের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল হায়দ্রাবাদের। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হার তাঁদেরকে টিকিট পাইয়ে দিয়েছে প্লে-অফের। তাই নিজদের চতুর্থ এবং টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নেয়ার খুব কাছে আছে কেন উইলিয়ামসনের দল।

দিল্লীর বিপক্ষে জয় তুলে নিলেই দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চলে যাবে দলটি। তবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার থেকে ফাইনালের পথটা অনেক বেশী কঠিন দুই দলের জন্যই। কারণ সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হবে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
দুই দলের মধ্যকার শেষ দেখায় জিতেছিল দিল্লী ক্যাপিটালস। তাই সেই ম্যাচের জয় তাঁদের এই ম্যাচেও আত্মবিশ্বাস দিবে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়ালসকে হারিয়ে এই ম্যাচে মাঠে নামছে তাঁরা। এছাড়া সানরাইজার্স শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরেছিল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দিল্লীর একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কিমো পলের পরিবর্তে একাদশে ফিরতে পারেন ক্রিস মরিস। এছাড়া হায়দ্রাবাদ দলে বোলিংয়ের শক্তি বাঁড়াতে একাদশে ফিরতে পারেন সন্দিপ শর্মা।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষাভ পান্ত (উইকেট), কলিন ইনগ্রাম, শিরফানে রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, কিমো পল/ ক্রিস মরিস, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, ইশান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশঃ ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, মনিশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শংকর, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, বাসিল থাম্পী