সতীর্থরা জানেন সাকিবের ক্ষমতা সম্পর্কে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামর্থ্য সম্পর্কে ধারণা আছে সকলেরই। জাতীয় দলের ক্রিকেটাররাও জানেন সাকিবের ক্ষমতা সম্পর্কে। উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আবারও নিজেকে প্রমাণ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার জানালেন, সাকিবকে নিয়ে দলের ভিতরে কোন সংশয় নেই। আইপিএলে বেশী ম্যাচ খেলার সুযোগ হয় নি সাকিবের। দেশে ফিরেও দলের সঙ্গে অনুশীলন করেন নি এই অলরাউন্ডার। যা নিয়ে উঠে আসে নানা প্রশ্ন।

কিন্তু উইন্ডিজদের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই সাকিবই। এর আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষেও ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। সৌম্যর ভাষায়,
'আমাদের দলের ভেতর কোনো সংশয় নেই উনাকে নিয়ে। বাইরের কথা কে কি বলে, এসব আমরা জানি না। আমাদের বিশ্বাস আছে উনার ওপর। উনি বিশ্বাস রাখার মতোই খেলেছেন।'
সাকিবের মত সৌম্য সরকারকেও বিগত কয়েক বছরে নানা সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে নিজেকে আরও পরিণত করে তোলা সৌম্য উইন্ডিজদের বিপক্ষে খেলেছেন নজর কাড়া ৭৩ রানের ইনিংস।
ক্যারিয়ারের খারাপ সময়গুলো থেকে শিক্ষা নিয়েই এতদূর এসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সমালোচনা এড়িয়ে চলার চেষ্টা করার পাশাপাশি ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তাঁর ভাষায়,
'নেতিবাচক কথা যদি কারও বলে ভালো লাগে, তাহলে সে খুশি হয়। আমার তো অবশ্যই শুনতে খারাপই লাগে। চেষ্টা করি ওসব এড়িয়ে চলতে। নিজের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে।'