promotional_ad

এখনই সন্তুষ্ট হতে চান না মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে সহজ জয় তুলে নিলেও টুর্নামেন্টে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। তাই এক ম্যাচ জিতেই সন্তুষ্ট হতে চান না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


সামনের ম্যাচগুলোতেও এই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া তাঁর দল। টুর্নামেন্টের ফাইনাল খেলার লক্ষ্য স্থির করেই ত্রিদেশীয় সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ দল।



promotional_ad

তাই আয়ারল্যান্ডের বিপক্ষেও নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মাশরাফি বাহিনী। এই ম্যাচে ভালো করা বাংলাদেশ দল এখন সামনের ম্যাচগুলোর দিকে চেয়ে আছে।


'ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো এবং শক্তভাবে ক্রিকেট খেলতে হবে। তাই সামনের ম্যাচ গুলোর দিকে চেয়ে আছি। 


যেকোনো টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ।  প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা আজকের শুরুটা অনেক ভালো করেছে। পরের ম্যাচের জন্য ভালো অবস্থানে থাকবে ছেলেরা।'



উইন্ডিজদের হেসে খেলে হারিয়ে আয়ারল্যান্ডের অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণ ভাবে করেছে বাংলাদেশ দল। তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং সাকিব আল হাসানের ফিফটিতে জেসন হোল্ডারের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। 


টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।এদিন অবশ্য ম্যাচ জিতলেও আক্ষেপে পুড়েছেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল। সেঞ্চুরির আশা জাগিয়েও সেটি হাতছাড়া করেছেন তাঁরা। তামিম ৮০ এবং সৌম্যর ব্যাট থেকে আসে ৭৩ রান। ৬১ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball