রবিনের ফিফটি, পাঁচ উইকেট নেই বাংলাদেশের
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টেস্টে জয়ের পর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব ১৬ দল। ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক উমর ইমান।
আইচ-রবিনের প্রতিরোধঃ ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলেন আইচ মোল্লা এবং ওপেনার মফিজুল ইসলাম রবিন। দলকে ১০০'র উপর নিয়ে যান তাঁরা। কিন্তু সে সময়ই ৩০ রান করে সাজঘরে ফেরেন আইচ।
তাঁর বিদায়ের পরও উইকেটে টিকে থেকে ফিফটি তুলে নেন রবিন। তবে ব্যক্তিগত ৫৩ রানে আলি আফসান্দের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নিতে হয় তাঁকে। ৫ উইকেট হারিয়ে এখন ইনিংস মেরামত করতে ব্যস্ত বাংলাদেশ দল।

ব্যর্থ টপ অর্ডারঃ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেছিল বাংলাদেশের দুই ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজ এবং মফিজুল ইসলাম রবিন।
উদ্বোধনী জুটিতে এই দুজন ২৫ রান যোগ করলেও আসির মুঘলের বলে সাজঘরে ফেরেন মিরাজ। তাঁর ব্যাট থেকে আসে ৭ রান। খানিক পর তিন নম্বরে নামা সাকিব শাহরিয়ারও বিদায় নেন ২ রান করে।
খালিদ খানের বলে আসির মুঘলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দুই উইকেট হারালেও আরেক ওপেনার রবিন এবং রাফসান জানি হাল ধরার চেষ্টা চালাচ্ছিলেন বাংলাদেশের পক্ষে। কিন্তু দলীয় ৫৪ রানে জানিও বিদায় নেন ৬ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ঃ ৩৪/২ (১৭ ওভার)