কলকাতার হাতে হায়দ্রাবাদের প্লে-অফ ভাগ্য

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি আইপ??এলে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। হাতে থাকা একটি ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। কিন্তু হেরে গেলে শেষ চারে আর যাওয়া হবে না তাঁদের। এই সমীকরণ মাথায় নিয়েই রবিবার দিনের দ্বিতীয় খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দীনেশ কার্তিকের দল। মুম্বাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত ৬টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে কলকাতা। তাঁদের উপরে থাকা হায়দ্রাবাদের পয়েন্টও সমান। নেট রাটে কলকাতা পিছিয়ে থাকলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হায়দ্রাবাদের স্বপ্ন ভঙ্গ করে দিতে পারে নাইটরা। তাই কেন উইলিয়ামসনের দলের ভাগ্য এখন কার্তিকদের হাতে।
দুই দলের শেষ দেখায় অবশ্য জিতেছিল কলকাতা। সেই ম্যাচে আন্দ্রে রাসেল এবং শুভমান গিলের ব্যাটে ২৩২ রানের পুঁজি পেয়েছিল কলকাতা। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাই হেরেছিল ৩৪ রানে।

এই ম্যাচ দিয়েই টানা ৬ ম্যাচে হারের পর জয় তুলে নিয়েছিল কলকাতা। এছাড়া নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেনকে ৪৬ রানে হারিয়েছিল তাঁরা। অন্যদিকে হায়দ্রাবাদের বিপক্ষে সুপার ওভারে জয় তুলে নিয়েছিল মুম্বাই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কলকাতার একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে চাইবে দলটি। তবে এই ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করে দেখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে আজ কলকাতা হেরে গেলে শেষ চারে চলে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব যদি চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে তাঁদেরও সুযোগ থাকছে প্লে-অফ খেলার। কিন্তু সেটা নির্ভর করবে নেট রান রেটের উপর।
কলকাতার যেমন লক্ষ্য শেষ চার, মুম্বাইয়ের লক্ষ্য তেমন দ্বিতীয় স্থান বা শীর্ষে উঠে আসা। চেন্নাইয়ে পয়েন্ট ১৮ হলেও দিল্লীর পয়েন্ট মুম্বাইয়ের সমান ১৬। তাই জিতলেই মুম্বাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৮।
বড় ব্যবধানে জিতলে সুযোগ থাকছে চেন্নাইকে টপকে শীর্ষে উঠার। অথবা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করবে তিন বারের চ্যাম্পিয়নরা। তাই কলকাতার মত মুম্বাইয়ের কাছেও এই ম্যাচের গুরুত্ব অধিক।
মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, এভিন লুইস, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জাস্প্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, বারিন্দার স্রান।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, দিনেশ কার্ত্তিক, আন্দ্রে রাসেল, নিতিশ রানা, রিংকু সিং, সুনিল নারাইন,পিয়ুষ চাওলা, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার।