চেন্নাইয়ের লক্ষ্য শীর্ষস্থান, শেষ সুযোগ পাঞ্জাবের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পয়েন্ট টেবিলে সবার নীচে থেকেও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছে রবিচন্দ্র অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব। হাতে থাকা একটি ম্যাচে জিতলে আশা বেঁচে থাকবে তাদের প্লে-অফ খেলার আর হেরে গেলে সবার নীচে থেকে আসর শেষ করবে দলটি।
শুধু জিতলেই চলবে না, জয়টা আসতে হবে বড় ব্যবধানে। সেই সঙ্গে চেয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকেও। কলকাতার হার তাঁদেরকে প্লে-অফের টিকিট পাইয়ে দিতে পারে।
কিন্তু সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে নেট রান রেটে পাল্লা দিতে হবে দলটিকে। নিজেদের শেষ ম্যাচে তাই বড় ব্যবধানে জয় পাওয়া ছাড়া বিকল্প নেই গেইল-রাহুলদের সামনে।
যে কারণে ম্যাচটিকে অনেক গুরুত্বের সাথে নিচ্ছে পাঞ্জাব। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের মাঠে রবিবার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই এই ম্যাচে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। জিতে গেলে ২০ পয়েন্ট নিয়ে শেষ চারে যাবে দলটি, আর হারলেও সুযোগ রয়েছে শীর্ষস্থান ধরে রাখার।
সেক্ষেত্রে অবশ্য রাতে কলকাতা এবং মুম্বাইয়ের ম্যাচের ফলাফল খানিকটা নির্ভর করবে। মুম্বাই বড় ব্যবধানে জিতলে চেন্নাই দুইয়ে নেমে যেতে পারে। কিন্তু তারপরও প্রথম দুই পজিশনে থেকেই প্লে-অফে যাবে দলটি।
তাই এই ম্যাচের আগে অনেকটাই নির্ভার চেন্নাই। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁদের মূল লক্ষ্য। প্লে-অফের আগে এই ম্যাচে জয় তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিবে।
এর আগে দুই দলের শেষ দেখায় জিতেছিল চেন্নাই। পাঞ্জাবের মাঠে স্বাগতিকদের ২২ রানে হারিয়েছিল রায়না-তাহিররা। এছাড়া নিজেদের শেষ ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে বিধ্বস্ত করেছে চেন্নাই।
৮০ রানের বিশাল জয় তুলে নিয়ে এই ম্যাচে মাঠে নামছে দলটি। পাঞ্জাব অবশ্য হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আসরের দ্বিতীয় ভাগে নিজেদের মেলে ধরতে না পারা দলটি টানা হেরেই চলেছে। শেষ ম্যাচেও কলকাতার কাছে ৭ উইকেটে হেরেছে তাঁরা।
তাই জয়ের ধারাবাহিকতায় ফিরতে দলে পরিবর্তন আনতে পারেন অধিনায়ক অশ্বিন। মিডেল অর্ডারের শক্তি বাড়াতে ফিরতে পারেন ডেভিড মিলার। অন্যদিকে শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে একাদশে পরিবর্তন আনতে পারে চেন্নাই।
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরন (উইকেটরক্ষক) , মন্দিপ সিং, স্যাম কারান/ডেভিড মিলার, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামী, আর্শদীপ সিং, মুজিব উর রহমান
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), আম্বাথি রাইয়ুডু, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দিপক চাহার, হরভজন সিং, ইমরান ত???হির