promotional_ad

স্মিথ-ওয়ার্নার নয়, স্টার্কের ভাবনায় বিশ্বকাপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগত কয়েক বছর ধরে দল হিসেবে অজিদের পারফর্মেন্স আশানুরূপ ছিল না। তাই বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে এবং নিজেদেরকে স্বরূপে ফেরাতে মরিয়া হয়ে আছে তারা। দলগতভাবে পারফর্মেন্স করেই আরও একবার বিশ্বকাপ ঘরে তুলতে চায় অস্ট্রেলিয়া। দলটির পেস তারকা মিচেল স্টার্ক গণমাধ্যমকে জানিয়েছেন এমনটাই। 


স্টার্কের মতামত এক বছর আগে ঘটে যাওয়া বল টেম্পারিংয়ের ঘটনাকে পেছনে ফেলে বর্তমানে সামনে এগিয়ে যাচ্ছে অজিরা। এই ঘটনার পেছনে কলকাঠি নাড়া দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার তাঁদের এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এরই মধ্যে। 


অজি এই পেসার ইংল্যান্ড বিশ্বকাপের আগে দলের ট্রেনিং ক্যাম্পে স্মিথ ও ওয়ার্নারের যোগ দেয়াটা ইতিবাচক হিসেবেই দেখছেন। যেহেতু সামনে বিশ্বকাপ তাই দলের সবার সম্পূর্ণ মনোযোগ এখন সেদিকেই। তবে সবকিছু ছাপিয়ে তাঁর কাচে প্রাধান্য পাচ্ছে দলের উন্নতি। স্টার্ক বলেছেন, 



promotional_ad

'আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন বিশ্বকাপে, আমাদের সামনে সব কিছুই পরিষ্কার। আমরা এই ব্যাপারগুলো নিয়ে বৈঠক করেছি। আমিও সেখানে উপস্থিত ছিলাম। বৈঠকের মধ্যে ৯৫ শতাংশ কথাবার্তাই খেলাধুলা এবং অন্য সকল বিষয় নিয়ে হয়েছে। স্মিথ এবং ওয়ার্নার এখানে মূল বিষয় ছিল না। মূল ছিল দল হিসেবে আমরা কোথায় যাচ্ছি সামনে।'


গেল বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং করার পর ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ এবং ওয়ার্নার। তাঁদের আরেক সঙ্গী ক্যামেরন ব্যানক্রফটকেও ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। 


১২ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ এবং ওয়ার্নার অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ঠিক বিশ্বকাপের আগে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলার সুযোগ থাকলেও এই দুই ক্রিকেটারকে ছাড়াই সরফরাজ আহমেদের দলকে তাঁদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে অজিরা।


তাঁর আগে ভারতের মাটিতে সিরিজ জিতেছে অ্যারন ফিঞ্চের দল। তাই গেল দুই সিরিজের পারফর্মেন্স এবং অভিজ্ঞ দুই ক্রিকেটারের ফেরা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে অস্ট্রেলিয়া দলকে।



চলতি মাসের ৩০ তারিখ পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে পহেলা জুন আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়া দলের হয়ে ফিরবেন স্মিথ এবং ওয়ার্নার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball