বল দেখো এবং মারোঃ ধোনি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ডেথ ওভারে ব্যাট হাতে বরাবরই সফল। উইকেটে সময় কাটিয়ে কন্ডিশন ও বোলারের শক্তিমত্তা বুঝে শেষের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি। কিন্তু ডেথ ওভারে ধোনির সাফল্যের পেছনে কোনো কঠিন মন্ত্র নেই। সহজ সরল ব্যাটিংয়েই সাফল্য ধরা দিচ্ছে নিয়মিত।
চলতি আইপিএলেও এই মন্ত্রে সফলতা অর্জন করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। বুধবার দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে ব্যাট হাতে তান্ডব চালিয়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছেন ঠিক একই ফর্মুলায়। আগে ব্যাট করা চেন্নাইকে ইনিংসের শেষ ওভারে ২১ রান এনে দিয়েছেন তিনি, বোলার ছিলেন দিল্লির বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।

আইপিএলের ১২ আসর মিলিয়ে শেষ ওভারে ধোনি তাঁর ক্যারিয়ারের মোট রানের ১৩ শতাংশ রান করেছেন শেষ ওভারে। ২২৭ বলে অবিশ্বাস্য ২০০ স্ট্রাইকরেটে ৫৫৪ রান নিয়েছেন তিনি।
'বল দেখো এবং মারো,' শেষ ওভারে নিজের পারফর্মেন্স নিয়ে ধোনি বলেছেন। 'ততক্ষণে আপনি ক্রিজে যথেষ্ট সময় পার করে ফেলছেন এবং জেনে গিয়েছেন উইকেটের ভারসাম্য কেমন আর ব্যাটসম্যানকে কিভাবে খেলতে হবে।
'আপনি এটাও জেনে যাবেন যে আপনি যে সব জায়গায় শট খেলতে কম পারদর্শী সেখানেও মারতে পারবেন কিনা। আমার মনে হয় এভাবে খেলতে খেলতে ইনিংসের শেষ ওভারে আপনি সব বল মাঠের বাইরে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবেন।'
শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতের এই সাবেক অধিনায়ক সবচেয়ে বেশী সফল ফিনিশার হিসেবে। ভারতকে বেশ কয়েকবার এই ভূমিকাতে ম্যাচও জিতিয়েছেন ২০১১ সালে ভারতকে দ্বিতীয়বারের মত শিরোপা জেতানো এই দলপতি।