promotional_ad

ফিরলেন জিমি নিশাম, বাদ কোরি অ্যান্ডারসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯-২০ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় চুক্তিতে ফিরেছেন অলরাউন্ডার জিমি নিশাম।


২০১৮-১৯ মৌসুমে বাজে পারফর্মেন্সের কারণে কিউইদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ওয়ানডে ও ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদে আবারও কেন্দ্রীয় চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লার্সেন জানান,


'জিমির এই মৌসুমটা খুব ভালো গিয়েছে, ওয়েলিংটন, নিউজিল্যান্ড 'এ' দল এবং ব্ল্যাক ক্যাপ্সদের হয়ে সে অনেক উন্নতি করেছে।



promotional_ad

'সে সব পর্যায়েই সফলতা অর্জন করেছে। এই সুবাদে কেন্দ্রীয় চুক্তিতে তাঁকে রাখা হয়েছে কারণ সে অনেক রান করেছে নিউজিল্যান্ড এ এবং সেন্ট্রাল ট্যাগসের হয়ে।' 


এদিকে প্রথম বারের মত কেন্দ্রীয় চুক্তিতে যোগ হয়েছেন উইল ইয়াং ও টম ব্লান্ডেল। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ইয়াং কিউইদের বিশ্বকাপে দলে নেই। তবে সন্ত্রাসী হামলার কারণে স্থগিত হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর।


এই তিনজনের অন্তর্ভুক্তিতে কপাল পুড়েছে অ্যাডাম মিলনে, কোরি অ্যান্ডারসন ও জর্জ ওয়াকারের। আর অল্পের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টের। 


এছাড়া গেল বারের চুক্তিতে থাকা বাকি ১৭জন নতুন মৌসুমের জন্য ঘোষিত চুক্তিতে জায়গা ধরে রেখেছেন। লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে আরেক লেগ স্পিনার টড অ্যাস্টেলও জায়গা ধরে রেখেছেন। 



কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা: টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, জিমি নিশাম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball