শীর্ষস্থান দখলের মিশনে মুখোমুখি চেন্নাই-দিল্লী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লী ক্যাপিটালস। এখন তাঁদের লড়াই টেবিলের শীর্ষস্থান দখল করা বা প্রথম দুই স্থানে থেকে শেষ চারে যাওয়া।
সেই লক্ষ্য নিয়েই বুধবার দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে দুই দল। চেন্নাইয়ের এম চিন্দাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এবারের আইপিএলে পারফর্মেন্সের দিক দিয়ে সবার থেকে এগিয়ে আছে দিল্লী এবং চেন্নাই। সমান ১৬ পয়েন্ট হলেও নেট রান রেটের কারণে দিল্লীর পরে অবস্থান চেন্নাইয়ের।
তারপরও তিন বারের চ্যাম্পিয়ন হওয়ার কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দিল্লীর থেকে এগিয়ে থাকবে মহেন্দ্র সিং ধোনির দল। এছাড়া ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাবে দলটি।

কিন্তু চেন্নাইয়ের জন্য চিন্তার বিষয় এই ম্যাচেও নাও খেলতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পারেন নি তিনি। সঙ্গে ছিলেন না রবিন্দ্র জাদেজাও।
গুঞ্জন আছে এই ম্যাচেও তাদের একাদশের বাইরে থাকতে হতে পারে। তবে তাঁদের জন্য শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। মুম্বাইয়ের বিপক্ষে হারের পর তিনি বলেন,
‘ওরা দুজনেই বেশ অসুস্থ। ওরা ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। অনেক দলই এখন এই সমস্যায় পড়েছে। আমরাও ভুগছি। আমরা চার দিনের বিরতিকে কাজে লাগানোর দিকে তাকিয়ে আছি।
'একদিন দেরিতে বিরতি পাচ্ছি। মুম্বাই অবশ্য এক দিন বেশি বিরতি পাচ্ছে। এর ফলে ওদের সুবিধা হচ্ছে। আমাদেরও বিরতিকে কাজে লাগাতে হবে।'
অন্যদিকে দল হিসেবে দারুন ফর্মে থাকা দিল্লী অবশ্য বেশ আশাবাদী এই ম্যাচকে নিয়ে। ব্যাটসম্যান বোলাররা সবাই ভালো পারফর্ম করছেন। তাই চেন্নাইকে বড় ধরণের টক্কর দিতে প্রস্তুত তাঁরা।
দুই দলের মধ্যকার শেষ দেখায় জিতেছিল চেন্নাই। সেই ম্যাচে চেন্নাইকে ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লী। শেন ওয়াটসনের ৪৪ রানের উপর ভর করে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ডোয়াইন ব্রাভো বল হাতে নেন ৩ উইকেট।
আর নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে পাত্তাই পায় নি চেন্নাই। এই নিয়ে ২০১০'র পর এখন পর্যন্ত এই মাঠে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের মুখ দেখে নি তিন বারের চ্যাম্পিয়নরা। আর রয়্যাল চ্যালেঞ্জার্সকে ১৬ রানে হারিয়ে এই ম্যাচে মাঠে নামছে দিল্লী।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ ফাফ ডু প্লেসিস/ শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাথি রাইয়ুডু, কেদার জাদভ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেট রক্ষক), ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দিপক চহর, হরভজন সিং/মিচেল স্যান্টনার, ইমরান তাহির।
দিল্লী ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান , শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেট রক্ষক), কলিন ইংগ্রাম, শেরফান রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, সন্দিপ লামিচানে, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা।