ছন্দ ফিরে পাওয়ার আশায় মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং ইংল্যান্ড বিশ্বকাপের আগে পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান। অভিষেক বিশ্বকাপের দ্বারপ্রান্তে থাকা এই পেসার বুধবার দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন।
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লীগে খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। যে কারণে তাঁকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম দিয়েছিলেন বিসিবির চিকিৎসক।

সেই চোট থেকে এখন সেরে উঠেছেন তিনি। অপেক্ষার প্রহর গুনছেন বিশ্বকাপ মঞ্চে মাঠে নামার। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালাই করে নিবে টাইগাররা। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুস্তাফিজ বলেছেন,
‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক উত্তেজিত অবশ্যই।'
মুস্তাফিজ ছাড়া আরও ৬ জন ক্রিকেটার এবারই প্রথম বিশ্বকাপ মঞ্চে মাঠে নামবেন। তাঁরা হলেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। :
বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই বিশ্বকাপ খেলার জন্য ইংল্যান্ডে যাত্রা করবে মাশরাফি বাহিনী।