ফতুল্লায় পাকিস্তানকে হারাল বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এই জয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
জয়ের জন্য বাংলাদেশ দলকে ১২০ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিব শাহরিয়ারের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। আগের দিন ১১ রান নিয়ে দিন শেষ করা আরেক আইচ মোল্লা ব্যাটসম্যান স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই ফিরে যান।
আইচ ফিরলেও ফিফটি তুলে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন সাকিব। কিন্তু ব্যক্তিগত ৬৫ রানে দলীয় ১১০ রানে উইকেট ছুঁড়ে দেন তিনি। এরপর মাহফুজুর রহমান রাব্বি এবং অধিনায়ক রিহাদ খানের ব্যাটে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

৬৫ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন সাকিব শাহরিয়ার। পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে ১টি করে উইকেট নেন আহমেদ খান, খালিদ খান, ফরহাদ খান এবং আলি আফসান্দ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানে অল আউট হয়েছিল পাকিস্তান দল। মোহাম্মদ ওয়াকাস করেন সর্বোচ্চ ৩৯, যুব টাইগারদের পক্ষে মুশফিক আহসান নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। সাকিব শাহরিয়ারের ব্যাট থেকে আসে ৪৩ রান, খালিদ খান নেন ৫ উইকেট। ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান অল আউট হয় ১১০ রানে। ফলে ১২০ রানের লক্ষ্য পায় বাংলাদেশের যুবারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ১২১/৫, (৩৮.৫ ওভার) (সাকিব শাহরিয়ার ৬৫*, রিহাদ খান ১৮*) (খালিদ ১/৩৫, ফরহাদ ১/১৭)