রাজস্থানের আশা গুড়িয়ে দিবে ব্যাঙ্গালুরু?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লী ক্যাপিটালসের কাছে নিজেদের শেষ ম্যাচে হেরে চলতি আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাই হাতে থাকা ২টি ম্যাচই এখন দলটির জন্য নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।
তাই নিজেদের শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী আসরের জন্য আত্মবিশ্বাস যোগার করতে চাইবে ভিরাট কোহলির দল। এছাড়া শেষ দুই ম্যাচে জয় লাভ করলে পয়েন্ট টেবিলেও উন্নতি করার সুযোগ রয়েছে তাঁদের সামনে।
সেই লক্ষ্যেই ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে ব্যাঙ্গালুরু। মঙ্গলবার এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ব্যাঙ্গালুরু প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও রাজস্থানের সামনে এখনও সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেয়ার। টেবিলের সপ্তম স্থানে থাকা দলটির পয়েন্ট ১০ হলেও হাতে থাকা দুটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যেতে পারবে তাঁরা।
সেক্ষেত্রে অবশ্য নির্ভর করবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফল। দুই দল শেষ চার নিশ্চিত করলেও বাকি দুইটি পজিশনের জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছে আরও ৫টি দল। সেক্ষেত্রে নেট রান রেট এবং পয়েন্ট অনেক বড় ভূমিকা পালন করবে।
দুই দলের মধ্যকার শেষ দেখায় শেষ হাসি হেসেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ব্যাঙ্গালুরুর বেঁধে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে অনায়েসে পৌঁছে যায় রাজস্থান। এছাড়া নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদের মত দলকে হারিয়ে এই ম্যাচে মাঠে নামছে আকিঙ্কা রাহানের দল।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের পর অধিনায়ক স্টিভ স্মিথকে পাচ্ছেনা রাজস্থান রয়্যালস। বিশ্বকাপ স্কোয়াডে দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে যেতে হবে তাঁকে। ফলে তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে ফিরতে পারেন আজিঙ্কা রাহানে।
এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একাদশেও আসতে পারে পরিবর্তন। বেঞ্চ শক্তি এই ম্যাচে পরীক্ষা করে দেখতে পারেন অধিনায়ক কোহলি। পাশাপাশি কলিন ডি গ্র্যান্ডহোম ফিরতে পারেন হেনরিচ ক্লাসেনের জায়গায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, কলিন ডি গ্র্যান্ডহোম, শিবাম দুবে, শিমরন হেটমায়ার, গুরকিরাত সিং মান, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ অজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, রয়ান পরাগ, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত, ওরুন অরন, ওশেন থমাস।