পরিবর্তন আসছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের যে জার্সি বানানো হয়েছিল সেটাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বকাপের জন্য তৈরি জার্সিতে শুধু সবুজ রং রাখা হয়েছিল। যেকারণে জার্সি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিবিকে। কারণ বাংলাদেশের পতাকার রং লাল সবুজ হওয়ায় জার্সিতে সবুজের পাশাপাশি লাল রংয়ের উপস্থিতি থাকার কথা ছিল।

এখন পর্যন্ত যে কয়টি বিশ্বকাপ খেলেছে টাইগাররা সবকটির জার্সিই বানানো হয়েছিল লাল-সবুজের মিশ্রণে। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপের জার্সিতে ছিল শুধু সবুজ রং। তবে জার্সি উন্মোচনের আগে বোর্ড সভাপতি নিজেও জানতেন না এই ব্যাপারে। একাত্তর টিভিকে তিনি বলেন,
'আমি এবং মাশরাফি যখন আজকে মাঠে জার্সিটি খুলে দেখাচ্ছিলাম তখন কিন্তু আমাকে এই প্রশ্নটি করা হয়েছিল যে আপনি কি জার্সিটি আগে দেখেছেন কিনা। তখন আমি বলেছিলাম যে আমি দেখিনি, আপনাদের কাছেও এই কথা রেকর্ড আছে যে আমি দেখিনি, এই প্রথম দেখছি। আসলে ব্যাপারটি হয়েছে যে আমাদের একটি সাবকমিটি করা হয়েছিল।
'সেই কমিটি দুটি জার্সি বাছাই করেছে। এটি একটি যেটি আমার হাতে দেয়া হয়েছিল, আরেকটি আছে যেটি লাল সবুজ। আমাকে যখন প্রশ্ন করা হল তখনই আমার সন্দেহ হয়েছিল। কারণ এই প্রশ্নটি তো কখনও করা হয়নি এর আগে, এখন কেন করলো। এরপর আমি যখন দুটি জার্সি দেখলাম তখন কেউ না বললেও আমার মনে হয়েছে যে এখানে লাল রংটি নেই, হাতের সাইডে।
'তখনই কিন্তু আমি সিদ্ধান্ত দিয়ে এসেছি যে লাল রংটি ঠিক থাকবে, তবে সবুজটি এখনই বদলাতে হবে। আমি তো সেদিন ওখানে বলেই দিয়েছি যে এমনটা প্রথম দেখছি। যাই হোক এটা দূর করেছে তারা এবং আমরা বিকেলেই সিদ্ধান্ত নিয়েছি যে এই জার্সিটি আমরা বদলে দিব।'
সোমবার দুপুরে বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে বিস??বি। এরপর অধিনায়ক মাশরাফিসহ বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সদস্যরা জার্সি ফটোসেশনে অংশ নেন। যদিও সেখানে উপস্থিত ছিলেন না সহ অধিনায়ক সাকিব আল হাসান।