বিশ্বকাপে আগ্রাসী সৌম্যকে চান ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের বিগ হিটারের ভূমিকা পালন করবেন সদ্য ঢাকা প্রিমিয়ার লীগে দ্বিশতক হাঁকানো ব্যাটসম্যান সৌম্য সরকার। বিশ্বকাপে সৌম্যর কাছ থেকে তাঁর সহজাত আগ্রাসী ব্যাটিংটাই আশা করছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।
নিউজিল্যান্ডে সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে বড় রানের দেখা না পেলেও সাদা পোষাকে দৃষ্টি নন্দন ব্যাটিং করে দারুণ একটি সেঞ্চুরি উপহার দিয়েছিলেন সৌম্য। সদ্য সমাপ্ত ডিপিএলের প্রথম ১০ ম্যাচে বড় স্কোর না পেলেও শেষ দুই ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি।

তাঁর এমন বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফদের সকলে। তাই টিম ম্যানেজম্যান্ট বিশ্বকাপে সৌম্যর কাঁধে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্বটা তুলে দিতে আগ্রহী।
'সৌম্যর মত ক্রিকেটার যদি সিদ্ধান্ত নেয় যে সে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করবে তাহলে আমরা চাইবো সে যেন ইতিবাচক থাকে। সে নিজের সহজাত ব্যাটিংটাই করুক আমরা চাই।
'বিশ্বের সব বিগ হিটাররাই ভুল করে কিন্তু তাঁদের ওপর সবাই ভরসাও রাখে। এভাবেই তাঁরা জবাব দেয়। তাই এটা সৌম্যর জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় যে একজন স্ট্রোক প্লেয়ার,' বলেছেন দক্ষিণ আফ্রিকান পরামর্শক ম্যাকেঞ্জি।
সৌম্য নিজের পরিকল্পনা মোতাবেক ব্যাটিং করতে গিয়ে যদি ব্যর্থ হলেও তাঁর ওপর আস্থা রাখতে চায় বাংলাদেশ দল। কারণ নিজের সামর্থ্যের ওপর অঢেল বিশ্বাস আছে তাঁর। ম্যাকেঞ্জির মতে,
'সে নিজের খেলার উপর বিশ্বাস রাখে। আমরা জানি সে সামনে এগিয়ে এসে মারতে পছন্দ করে তাতে যদি সে আউটও হয় তাতে কোন বড় সমস্যা নেই কারণ এটা তাঁর খেলার পরিকল্পনার অংশ।'