বাংলাদেশের উইন্ডিজ হওয়ার দরকার নেইঃ ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে সফলতা পাওয়ার জন্য বাংলাদেশ দলকে তাঁদের সহজাত ক্রিকেট খেলার উপদেশ দিয়েছেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। বিশ্বকাপে ভালো করতে বাড়তি কিছু করার প্রয়োজন নেই টাইগারদের। একই সাথে উইন্ডিজ ক্রিকেটারদের মত ছক্কা হাঁকানোর প্রতিযোগিতাও করার প্রয়োজন দেখছেন না তিনি।
স্কিল ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ম্যাকেঞ্জি। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁদের ছন্দমত খেলেই স্কোরবোর্ডে রান যোগ করতে সক্ষম।এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের শুরু থেকে চড়াও হয়ে খেলার প্রয়োজন নেই বলে তাঁর ধারণা।

উইন্ডিজ ব্যাটসম্যানদের মত পাওয়ার হিটিং ক্ষমতা না থাকলেও টাইগারদের দলে মুশফিকুর রহিমের মত ব্যাটসম্যানরা আছেন যারা উইকেটের পেস বুঝে রান করতে সক্ষম। এছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বিভিন্ন দিক দিয়ে পারদর্শী বলে আত্মবিশ্বাস পাচ্ছেন এই প্রোটিয়া,
'উইন্ডিজদের মত বাংলাদেশ ছক্কা হাঁকানোর প্রতিযোগিতা করতে যাবে না। আমরা স্কিল ব্যাটিংয়ের দিক থেকে তাদের চেয়ে ভালো করবো। কভার অঞ্চলে রান করা, জোড়া রান নেয়া, কাভারের ওপর দিয়ে চার হাঁকানো এছাড়া ক্রিজ বরাবর সোজা বাউন্ডারি হাঁকানো।
'মুশির মতো ক্রিকেটার আছেন যারা পেস বুঝে খেলতে সক্ষম এছাড়া আরও অনেক ক্ষমতা রয়েছে আমাদের। আমাদের দরকার নেই শুরু থেকেই চড়াও হয়ে খেলে প্রত্যেক বলে বাউন্ডারি হাঁকানো বা ওভার প্রতি শুরু থেকেই ৮ রান করে নেয়ার। আমরা গ্যাপে রান করতে জানি এবং ক্রিজে দৌড়াতেও পারদর্শী।'
উল্লেখ্য আগামী মাসের ৩০ তারিখ পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে উইন্ডিজ এবং আইরিশদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের ঝালাই করে নিবে মাশরাফি বাহিনী।