শীর্ষে উঠার সুযোগ মুম্বাইয়ের, সমীকরণের গোলকধাঁধায় কলকাতা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। টানা ৬ ম্যাচে হেরে প্লে-অফের সমীকরণ কঠিন করে তুলেছে দীনেশ কার্তিকের দল।
তাই হাতে থাকা তিনটি ম্যাচের তিনটিতেই জিততে হবে তাঁদের। বাঁচা মরার এই সমীকরণে একটি ম্যাচ হেরে গেলেই প্লে-অফে জায়গা করে নেয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে দলটির।প্লে-অফের দৌড়ে টিকে থাকার লক্ষ্যে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে আতিথ্য দিচ্ছে দলটি।
আজ রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ। এদিকে কলকাতার বিপক্ষে জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে মুম্বাইয়ের। সেই সঙ্গে তাঁদের সামনে সুযোগ রয়েছে টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে টপকে প্রথম স্থান দখল করার।

তাই কলকাতাকে তাঁদের ঘরের মাঠে হারাতে মরিয়া হয়ে আছে দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুম্বাইয়ের স্বস্তি আগের ম্যাচে ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া দলের দুই অলরাউন্ডার পান্ডিয়া ব্রাদার্স আছেন ভালো ফর্মে। বিদেশী ক্রিকেটাররাও পারফর্ম করছেন দলের পক্ষে।
তাই সব মিলিয়ে কলকাতাকে হারের বৃত্ত থেকে বের হতে হলে বড় বাঁধা পাড়ি দিতে হবে। জয়ের ধারায় ফিরতে একাদশে পরিবর্তন আনতে পারে কলকাতা। সেক্ষেত্রে কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে একাদশে ফিরতে পারেন লকি ফারগুসন।
এবারের আসরে এই নিয়ে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আর নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মত দলকে হারিয়েছে মুম্বাই। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে হেরেছিল কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনিল নারাইন, শুভমান গিল, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্ত্তিক, রিংকু সিং, কার্লোস ব্রাথওয়েট, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিধ কৃষ্ণ
মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), এভিন লুইস, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড,অনুকুল রয়, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা, জাস্প্রিত বুমরাহ