রান না করেও বিশ্বরেকর্ড টার্নারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোন রান না করেই বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাস্টন টার্নার। টি-টুয়েন্টি ইতিহাসে টানা ৫ ম্যাচে শুন্য রানে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যা এখন বিশ্ব রেকর্ড।
টার্নারের আগে টানা ৪ ম্যাচে শুন্য রান করে বিদায় নেয়ার রেকর্ড ছিল চার জনের। চন্দ্রশেখর গণপতি, শেন শিলিংফোর্ড, টিম সাউদি, ম্যাথু হোগার্ড ও লাসিথ মালিঙ্গারা ছিলেন এই তালিকায়।

তবে ৪জনই ছিলেন বোলার। কিন্তু টার্নার একজন ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও ৫ম্যাচে টানা শুন্যের ঘরে বিদায় নিয়েছেন। তাঁর এই শুন্যের ঘরে সাজঘরে ফেরাটা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে।
বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বেন লাফলিনের বলে লেগ বিফরের ফাঁদে পড়ে শুন্য রানে ফিরেছিলেন তিনি। তারপর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে শুন্য রানে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন তিনি। সেই ম্যাচে অবশ্য ৫ বল খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এরপরের তিনটি শুন্য চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে। কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স ও সর্বশেষ সোমবার দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন টার্নার।