ফতুল্লায় ফরহাদ রেজাদের মুখোমুখি রকিবুলরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সুপার লীগের শেষদিনে সমস্ত আলো থাকবে আবাহনী-শেখ জামাল এবং রুপগঞ্জ-প্রাইম ব্যাংকের ম্যাচের দিকে।


কেননা এই দুই ম্যাচের মধ্য দিয়েই শিরোপা জিতবে আবাহনী অথবা রুপগঞ্জ। দুটি দলের পয়েন্ট সমান ২৪, নেট রান রেটে এগিয়ে গিয়েছে আবাহনী।


তাই শিরোপা জয়ে শেখ জামালের বিপক্ষে শুধু জিতলেই চলবে আবাহনীর। অপরদিকে প্রাইম ব্যাংককে শুধু হারালেই চলবে না রুপগঞ্জের, অপেক্ষা করতে হবে আবাহনীর পরাজয়েরও।


promotional_ad

এই দুই ম্যাচের উত্তেজনায় অনেকটাই ম্লান থাকবে মোহামেডান-প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচ। কেননা শিরোপার লড়াই থেকে বহু আগেই ছিটকে গিয়েছে এই দুইটি দল। 


নিয়মরক্ষার ম্যাচে মঙ্গলবার সকাল নয়টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মাঠে নামবে দল দুইটি। গ্রুপ পর্বের দেখায় অবশ্য রকিবুল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। 


সবমিলিয়ে শেষ পাঁচবারের দেখায় দুইবার করে জিতেছে মোহামেডান এবং প্রাইম দোলেশ্বর। গত আসরের ম্যাচটি টাই হয়েছিল। 


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।


মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball