সমীকরণের সঙ্গেও লড়তে হবে নাঈমদের
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গ্রুপ পর্বের শুরু থেকেই শিরোপার কাছাকাছি থেকেই পথচলা ছিল লিজেন্ডস অফ রুপগঞ্জের। কিন্তু নিজেদের শেষ ম্যাচে আবাহনীর কাছে হেরে বিপদে পড়েছে দলটি।
বর্তমানে আবাহনীর পয়েন্টও রুপগঞ্জের মতোই ২৪। কিন্তু নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে আবাহনী। তাই সুপার লীগের শেষ ম্যাচে শুধু জিতলেই চলবে না রুপগঞ্জের।
বরঞ্চ সাভারের বিকেএসপিতে আবাহনী-শেখ জামালের ম্যাচে আবাহনীর পরাজয়ের অপেক্ষাও করতে হবে তাঁদের। কেননা আবাহনী-রুপগঞ্জ যদি জিতে তাহলে নেট রান রেটে পিছিয়ে থাকায় শিরোপা হাতছাড়া হবে রুপগঞ্জের।

অবশ্য মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় অনুষ্ঠেয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতেও কষ্ট হতে পারে নাঈমদের। কেননা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বিজয়দের কাছে হেরেছে নাঈমরা।
সবমিলিয়ে শেষ পাঁচবারের দেখায় তিনবারই হেরেছে নাঈমরা। তাই এই ম্যাচে জয় পাওয়াটা কিছুটা কঠিন হবে শিরোপা প্রত্যাশী রুপগঞ্জের জন্য।
অবশ্য সুপার লীগে এখনও জয়ের দেখা পায়নি প্রাইম ব্যাংক। এদিক বিবেচনায় মানসিক স্বস্তিতে এগিয়ে থাকবে নাঈমরা।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ, তাসকিন আহমেদ।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।