রেলিগেশনের কঠিন পরীক্ষায় ইয়াসির-জুনায়েদরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্ব এবং সুপার লীগের মতো জমে উঠছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) রেলিগেশন লীগও। রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠেয় ম্যাচটির উপরে নির্ভর করছে অনেক কিছু।
সকাল নয়টায় এদিনে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রেলিগেশন লীগে নিজেদের আগের ম্যাচে উত্তরার কাছে হেরেছে বিকেএসপি।
আবার মোহাইমিনুল খানের উত্তরা তার আগে তুলনামূলক শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

অর্থাৎ, রেলিগেশন লীগে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয়ের দেখা পেয়েছে উত্তরা। গ্রুপ পর্ব সহ ১৩ ম্যাচে তাঁদের মোট পয়েন্ট ৮, নেট রান রেট -০.৪৮।
নিকটে থাকা ইয়াসির আলিদের ব্রাদার্স ইউনিয়নের জয় ১২ ম্যাচে তিনটি, পয়েন্ট ৬, নেট রান রেট -০.৪৫৬। এরপরে সবার শেষে আছে বিকেএসপি।
সামনের আসর থেকে ইতিমধ্যেই বাদ তাঁরা। রবিবারের ম্যাচে যদি ইয়াসির আলীরা জিতে, তাহলেও অনেক কিছুই নির্ভর করবে নেট রান রেটের উপর।
আর তাই এবারের ডিপিএলে নতুন দল হিসেবে খেলা উত্তরা স্পোর্টিং ক্লাব যদি ব্রাদার্সকে টপকে উপরে উঠে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।