সাভারে নাঈম-মাশরাফিদের অঘোষিত ফাইনাল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে অঘোষিত ফাইনাল চলে এলো এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল)। সুপার লীগে মুখোমুখি হতে যাচ্ছে নাঈম ইসলামের লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোসাদ্দেক হোসেনের আবাহনী লিমিটেড।
রবিবার সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল নয়টায় মুখোমুখি হচ্ছে দুইটি দল। আপাতত পয়েন্ট তালিকায় এগিয়ে নাঈমরা। গ্রুপ পর্ব সহ ১৪ ম্যাচ শেষে ১২ জয়ে ২৪ পয়েন্ট তাঁদের।
নিকটে থাকা আবাহনী আছে ২২ পয়েন্ট নিয়ে, তাঁদের জয় ১১ টি। একদম শেষের দিকে চলে এসেছে ডিপিএল। রবিবারের ম্যাচটি জিতলে শিরোপা নিশ্চিত নাঈমদের।

আর যদি জাতীয় দলের তারকায় ঠাসা আবাহনী কোনোভাবে জিতে যায় তাহলে সুপার লীগের শেষ দিন পর্যন্ত নজর রাখতে হবে ডিপিএলে।
গ্রুপ পর্বের দেখায় অবশ্য রুপগঞ্জের কাছে পাত্তাই পায়নি মাশরাফিরা। যদিও তার আগে খেলা চার ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে আবাহনী।
এদিক বিবেচনায় ফেভারিট আবাহনী হলেও চলতি আসরে নাঈমদের ফর্মকে ভয় করার কথা যে কোন দলেরই। একটি দুর্দান্ত ম্যাচের অপেক্ষা করছে সাভার, বলার অপেক্ষা রাখে না।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।