সোহানদের জয়রথ থামাতে পারবে ফরহাদরা?

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শিরোপার লড়াইয়ে না থাকলেও নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট হতেই পারে।
কেননা গ্রুপ পর্বে এগারো ম্যাচে ছয়টি জয় নিয়ে সুপার লীগ নিশ্চিত করা দলটি সুপার লীগে খেলা নিজেদের তিনটি ম্যাচেই পেয়েছে জয়ের দেখা।

রবিবার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে তাই জয়রথ বজায় রাখতেই মাঠে নামবে দলটি। সকাল নয়টার ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
এদিকে সুপার লীগে নিজেদের খেলা তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। শিরোপার লড়াই থেকে বহুদুরে অবস্থান করছে এই দলটিও।
গ্রুপ পর্বের সাক্ষাতে অবশ্য নুরুল হাসানের দলকে হারিয়েছিল ফরহাদ রেজারা। সবমিলিয়ে শেষ পাঁচবারে তিনবারই জিতেছে ফরহাদরা। তাই সোহানদের জয়রথ ধরে রাখাটা সহজ হবে না, বলাই যায়।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।