জয়ের ক্ষরা কাটবে রকিবুলদের?

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে সুপার লীগ নিশ্চিত করেছিলো মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কিন্তু সুপার লীগের পারফর্মেন্স নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে রকিবুল হাসানের দল। কেননা সুপার লীগে খেলা তিন ম্যাচের একটিতেও জয় পায়নি দলটি।

আর তাই এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বহুল আকাঙ্খিত জয় পেতে চাইবে তাঁরা। অপরদিকে স্বস্তিতে নেই বিজয়ের দলও।
পয়েন্ট টেবিলের শীর্ষভাগে থেকে সুপার লীগ নিশ্চিত করা দলটি সুপার লীগের প্রথম তিন ম্যাচে মোহামেডানের মতোই জয় শুন্য। রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে তাই জয়ের ক্ষরা কাটাতে চলেছে যেকোনো এক দল।
সকাল নয়টায় মুখোমুখি হবে দল দুইটি। এর আগে গ্রুপ পর্বের সাক্ষাতে মোহামেডানের কাছে অসহায় ভাবে হেরেছিল প্রাইম ব্যাংক। তারও আগে শেষ চারবারের দেখায় অবশ্য দুইটি করে ম্যাচ জিতেছিল দুই দল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।