promotional_ad

নাফিসের সেঞ্চুরি, ৩৪ বল আগে জিতল রুপগঞ্জ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের ডিপিএলে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ব্যাট হাতে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আর নাফিসের অনবদ্য এই শতকে দোলেশ্বরের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দেখা পেয়েছে রুপগঞ্জ। 


সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ নাফিস ছাড়াও আপন আলোয় উজ্জ্বল ছিলেন ওপেনার মেহেদি মারুফ এবং অধিনায়ক নাঈম ইসলাম। ৪১ রান করে মারুফ আউট হলেও নাফিসের সাথে ইনিংসের শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাঈম। 


দোলেশ্বরের পক্ষে আজ বল হাতে তেমন ভালো করতে পারেননি কোনও বোলারই। ১টি করে উইকেট পেয়েছেন মানিক খান, এনামুল হক জুনিয়র এবং সাইফ হাসান।


তবে দোলেশ্বরের ছুঁড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ শুরুটা ভালো ছিল না রুপগঞ্জের। দলীয় মাত্র ১ রানের মাথায় মাহমুদুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে ওপেনার মোহাম্মদ নাঈমকে আউট করেছিলেন মানিক খান।



promotional_ad

শুরুতে উইকেট হারালেও অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং মেহেদি মারুফের ব্যাটে দারুণভাবে বিপদ সামলে নেয় রুপগঞ্জ। এরপর দলীয় ১০০ রানের মাথায় দারুণ খেলতে থাকা ওপেনার মেহেদি মারুফের উইকেটটি তুলে নিয়ে ব্রেক থ্রু এনে দেন স্পিনার এনামুল হক জুনিয়র।


৪১ রান করা মারুফকে সাইফ হাসানের হাত ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। এরপর ইনিংসের ৩৬তম ওভারের তৃতীয় বলে সাইফ হাসানের বলে বোল্ড আউট হন রুপগঞ্জের ডানহাতি ব্যাটসম্যান আসিফ আহমেদ।


এরপরেও অবশ্য নাফিসের ব্যাটে তেমন বিপদে পড়তে হয়নি রুপগঞ্জকে। অধিনায়ক নাঈমকে সাথে নিয়ে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে ৩৪ বল আগে জিতিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার। 


এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৫ ওভার আগেই ২০৫ রানে অলআউট হয়েছিল মার্শাল আইয়ুবের প্রাইম দোলেশ্বর। এদিন দোলেশ্বর শিবিরে ধ্বস নামানোর মূল কাজটি করেছিলেন দুই পেসার পেসার তাসকিন আহমেদ এবং মোহাম্মদ শহীদ। 


৯ ওভার বোলিং করে ৫৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন জাতীয় দলের পেসার তাসকিন। যেখানে ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন শহীদ। এছাড়াও ভারতীয় রিক্রুট ঋষি ধাওয়ান পেয়েছেন ৩২ রানে ২ উইকেট। 



দোলেশ্বরের পক্ষে ব্যাট হাতে ডান হাতি ব্যাটসম্যান সৈকত আলি ছাড়া বড় স্কোর গড়তে পারেননি আর কেউই। ৯৫ বলে ৭২ রানের একটি দায়িত্বশীল ইনিংস এসেছেন ২৫ বছর বয়সী সৈকতের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছে ওপেনার সাইফ হাসান। এছাড়া তাইবুর রহমান ২৭ এবং মাহমুদুল হাসান ২৫ রান করেছেন।


সংক্ষিপ্ত স্কোরঃ  


প্রাইম দোলেশ্বরঃ ২০৫/১০ (সৈকত-৭২, সাইফ-৩৭; তাসকিন-৪/৫৪, শহীদ-৩/ ৩৫) 


লিজেন্ডস অফ রুপগঞ্জঃ ২০৮/৩ (৪৪.২ ওভার) (নাফিস-১১৩*, নাঈম-৩২*; সাইফ-১/৩৪, মানিক-১/৩২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball