অস্ট্রেলিয়ার এক উইকেটরক্ষক তত্ত্বে চিন্তিত হিলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে একমাত্র উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বদলি উইকেটরক্ষক না থাকা অজি দলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন দলটির সাবেক তারকা ইয়ান হিলি।
তিনি অস্ট্রেলিয়া দলের প্রস্তুতি নিয়েও উদ্বিগ্ন। তিনি মনে করেন, যদি কোনো কারণে অনুশীলনে বা ম্যাচ চলাকালে শুরুর ১০ ওভারের মধ্যেই চোটে পড়েন ক্যারি, তাহলে তা অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়াবে।

'আমি এখনও প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন। যদি অ্যালেক্স কারি অনুশীলনে কিংবা প্রথম দশ ওভারেই চোট পান। আমি একটু চিন্তিত আমাদের বদলি উইকেটরক্ষক নেই।'
হিলির বিশ্বাস ছিল বদলি উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপ দলে ডাক পাবেন পিটার হ্যান্ডসকম্ব। তবে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া দলের নির্বাচকরা।
তাতে, কিছুটা অবাকই হয়েছেন সাবেক এই অজি কিংবদন্তী। স্কোয়াডের কেউ চোটে পড়লে তাঁর দায়িত্ব পালন করার সামর্থ্য ছিল বলে মনে করেন তিনি।
'আমি ভেবেছিলাম যে ব্যাকআপের ভূমিকায় বিশ্বকাপে সে ভালো করবে। একদিনের ম্যাচে খুব দক্ষ সে, যেমনটা আমরা ভিক্টোরিয়ার জন্য দেখেছি। আমি তাকে বিশ্বকাপ স্কোয়াডে একজন ব্যাটসম্যান হিসেবে এবং এমন একজন হিসেবে তাকে চাইছিলাম যে কেউ অনুলীলনে চোট পেলে তাঁর দায়িত্ব পালন করতে পারে।'