এগিয়ে থেকেই রকিবুলদের বিপক্ষে নামছে শেখ জামাল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থেকে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ নিশ্চিত করেছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সুপার লীগে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতে নুরুল হাসান সোহানের শেখ জামাল জয় পেলেও হেরে গিয়েছে রকিবুল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই দল। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় মুখোমুখি হচ্ছে তাঁরা।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও মোহামেডানকে হারিয়েছে শেখ জামাল, মানসিকভাবে একটু এগিয়ে থেকেই মাঠে নামবে দলটি।
তবে সব মিলিয়ে শেষ পাঁচবারের মোকাবেলায় সর্বাধিক তিনবার জয় পেয়েছে মোহামেডান। এই পরিসংখ্যানে তাই মানসিক স্বস্তি খুঁজবে মোহামেডান।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।