উত্তরার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নতুন দল হিসেবে খেলেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং উত্তরা স্পোর্টিং ক্লাব।
দুই দলের ডিপিএল পারফর্মেন্স ছিল খারাপ। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের যথাক্রমে ১১তম ও ১২তম স্থানে থেকে এবার রেলিগেশন লীগে খেলছে দল দুটি।

বৃহস্পতিবার দিন সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে সকাল নয়টায় মাঠে নামছে দল দুইটি। রেলিগেশনে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ আছে উত্তরার।
মোহাইমিনুল খানের দলটি এর আগের ম্যাচেই তুলনামূলক শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এবার তাই এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দলটির।
অপরদিকে নিজেদের ঘরের মাঠেই খেলার সুযোগ পেয়েছে বিকেএসপি। আর তাই প্রতিপক্ষকে আটকে দিতে প্রস্তুত তাঁরাও। এছাড়া গ্রুপ পর্বের শেষ দেখায়ও বিকেএসপির কাছে হেরেছে উত্তরা।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।