ডিপিএল সেরা পারফর্মারদের নিয়ে বিসিবির ক্যাম্প

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সেরা পারফর্মারদের নিয়ে স্কোয়াড বানিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডেইলি সানকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অনুশীলন ক্যাম্পের সেরা ক্রিকেটারদের বাংলাদেশ 'এ' দলে নেওয়া হবে, এমনটাও আশ্বস্ত করেছেন তিনি।

'ডিপিএলের সেরা পারফর্মারদের নিয়ে আমরা একটি স্কোয়াড বানানোর সিদ্ধান্ত নিয়েছি, যাদের নিয়ে আমরা একটি অনুশীলন ক্যাম্প করব। এদের আমরা সেভাবে তৈরি করতে চাই। কেননা আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আছে আমাদের।'
'এদের মধ্যে যারা বেশি ভালো করে তাঁদের নিয়েই বাংলাদেশ 'এ' দল হবে। 'এ' দলে অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটারও থাকতে পারে। সবমিলিয়ে আমরা ক্রিকেটারদের পাইপলাইন আরও বেশি মজবুত করতে চাই।'
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল ঘোষণা করা হবে অনুশীলন ক্যাম্পের পরপর। আফগানিস্তানের 'এ' দলের বাংলাদেশ সফরে থাকছে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ।
এদিকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান ইতিমধ্যেই স্কোয়াড বানানোর কাজ শুরু করেছেন তাঁরা। 'আমরা স্কোয়াড বানানোর কাজ শুরু করে দিয়েছি। ৩০ বছরের নিচে যেসব ক্রিকেটার আছেন তাঁদের প্রাধান্য দিচ্ছি।'