দল নির্বাচন নিয়ে বিশেষজ্ঞের মতামত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বিশ্বকাপের দলকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে সেরা দল বলে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এতে দল বাড়তি চাপে পড়তে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।
মঙ্গলবার দল নিয়ে মতামত দেওয়ার এক পর্যায়ে গণমাধ্যমের সামনে তিনি জানান,

'আমি জানি এই মুহূর্তে এটাই সেরা দল। আর এই দলটির ইংলিশ কন্ডিশনে খেলার যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু এই মুহূর্তে দলটিকে দেশের ইতিহাসের বিশ্বকাপ সেরা স্কোয়াড দাবি করাটা অপ্রয়োজনীয়। এটা ক্রিকেটারদের উপরে বাড়তি চাপ এনে দিবে।'
এর আগে দল ঘোষণার পর দল নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য ছিল; 'বিশ্বকাপের জন্য আমরা দল তৈরি করেছি, অবশ্যই এই মুহূর্তে এটা সেরা দল।'
এদিকে ইংল্যান্ডের মাটিতে সিনিয়রদের পারফর্মেন্সে চেয়ে আছেন লিপু। সিনিয়ররা পারফর্মেন্স করতে ব্যর্থ হলে ভরাডুবির আশঙ্কা করছেন সাবেক এই অধিনায়ক। দলকে সেমিফাইনালে দেখতে চাওয়ার স্পৃহা নিয়ে জানান,
'আশা করি বিশ্বকাপ শুরু হলেই তাঁরা সবাই ফর্মে থাকবে। কিন্তু যদি সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করতে ব্যর্থ হয় এবং অন্যরা কেউ তাঁদের সাহায্য করতে না পারে তাহলে ফলাফল খুব খারাপ হবে।
'তাই আমাদের স্লোগান এমন হওয়া উচিত, আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলব। আমার জানা নেই যে আমরা সেমিফাইনালে খেলব কি না, কিন্তু নির্বাচকদের প্রত্যাশা অনুযায়ী তাঁরা যদি সেমিফাইনালে খেলে তাহলে আমি অনেক খুশি হবো।'