কোচিং স্টাফ চূড়ান্ত করল উইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা দল চূড়ান্ত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
গত সপ্তাহেই উইন্ডিজ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে ফ্লয়েড রেইফারের নাম ঘোষণা করেছে তারা। এবার তাঁর সহযোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি সোমবার থেকেই শুরু করে দিয়েছে উইন্ডিজ দল। এই প্রস্তুতি দিয়েই কাজ শুরু করে দিয়েছেন কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা দলের সদস্যরা।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস জানিয়েছেন, এই কোচিং স্টাফরা নিজেদের কাজ চালিয়ে যাবেন ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত।
'ভারপ্রাপ্ত প্রধান কোচ ফ্লয়েড রেইফারের সাথে আলোচনার পর, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য শক্তিশালী সহযোগী কোচিং স্টাফদের একত্রীত করা হয়েছে। এই সহযোগী দল ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাবে।'
উইন্ডিজ দলের অনুশীলন এন্টিগাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হচ্ছে বার্বাডোসে। কারণ এন্টিগাতে এখন অনূর্ধ্ব-১৫ দলের সুপার ওয়ানডে কাপের খেলা চলছে। সেখান পর্যাপ্ত অনুশীলন সুবিধা পাওয়া যাবে না বলেই বার্বাডোসে অনুষ্ঠিত হচ্ছে অনুশীলন।
'প্রশিক্ষণ ক্যাম্প এখন বার্বাডোসে অনুষ্ঠিত হচ্ছে, কারণ এন্টিগাতে বর্তমানে অনূর্ধ্ব-১৫ সুপার ওয়ানডে কাপের খেলা চলছে। সেখানে মাঠ এবং প্রশিক্ষণ সুবিধার প্রচুর ব্যবহার হচ্ছে।'
কোচিং স্টাফ এবং ব্যবস্থাপনা দলঃ
ফ্লয়েড রেফার - ভারপ্রাপ্ত প্রধান কোচ
রডি ইস্টউইক - সহকারী কোচ
কোরি কোলিমোর - সহকারী কোচ (ফাস্ট বোলিং)
রেয়ন গ্রিফিথ - সহকারী কোচ (ফিল্ডিং)
মুশতাক আহমেদ - সহকারী কোচ (স্পিন বোলিং)
রাউল লুইস - টিম ম্যানেজার
ওবা গুলস্টন - ফিজিওথেরাপিস্ট
কোরি বুকিং - কন্ডিশনিং কোচ
ডেকস্টাড় অগাস্টাস - ভিডিও এবং তথ্য বিশ্লেষক
স্টিভেন সিলেভেস্টার - স্পোর্টস সাইকোলজিস্ট
যেফিরিনাস নিকোলাস - ম্যাসেজ থেরাপিস্ট