promotional_ad

সুখবর পেলেন স্মিথ-ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট |


ইংল্যান্ড বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। দলে ফেরার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও আছেন এই দুজন।


সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 



promotional_ad

স্মিথ-ওয়ার্নারের পাশাপাশি এই চুক্তিতে ফিরেছেন পেসার জেমস প্যাটিনসন।  তবে কপাল পুড়েছে মিচেল মার্শ, ম্যাট রেনশো'র। এছাড়া কুর্টিস প্যাটারসনকেও এই চুক্তিতে রাখে নি দেশটির ক্রিকেট বোর্ড। 


আর গেলবারের চুক্তিতে থাকা অ্যাস্টন টার্নার, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেকে এবং অ্যান্ড্রু টাইকেও নতুন চুক্তিতে জায়গা দেয় নি ক্রিকেট অস্ট্রেলিয়া। 


তাঁদের জায়গায় এই চুক্তিতে নতুন করে জায়গা হয়েছে পেসার নাথান কুল্টার নাইল, ওপেনার মার্কাস হ্যারিস এবং লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। 



২০১৯-২০ মৌসুমের চুক্তিবদ্ধ ক্রিকেটাররাঃ প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, জশ হ্যাজলউড, নাথান লঅ্না, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝেই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়ইনস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball