অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে নিয়েই ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দুজন দলে ফেরায় কপাল পুড়েছে পিটার হ্যান্ডসকম্ব এবং জশ হ্যাজেলউডের। সোমবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে গতবছর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ এবং ওয়ার্নার। গেল মাসে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার তাঁদেরকে দলে রেখেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে ৫বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ওপেনার অ্যারণ ফিঞ্চ। এছাড়া উইকেট রক্ষক হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন অ্যালেক্স ক্যারি।

পেস বোলিং বিভাগে নেতৃত্ব দিবেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।এই দুজনের সাথে আরও আছেন ঝেই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ এবং নাথান কুল্টার নাইলরা।
আর স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন এবং অ্যাডাম জাম্পা। উসমান খাওয়াজা এবং শন মার্শকেও বিশ্বকাপ দলে জায়গা দিয়েছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার হিসেবে আছেন মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল। তবে জায়গা হয় নি অ্যাস্টন টার্নারের।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডঃ
ব্যাটসম্যানঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ।
উইকেটরক্ষক: অ্যালেক্স ক্যারি।
অলরাউন্ডার: মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল।
ফাস্ট বোলার: মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, জেসন বেহেনড্রফ, নাথান কোল্টার-নাইল।
স্পিনার: অ্যাডাম জাম্পা, নাথান জাম্পা।