বিশ্বকাপে ইংল্যান্ডের বাঁধা ভারত-অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের আসর। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিকরা। তবে এক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ভারতই সবচেয়ে বড় বাঁধা ইংলিশদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ইংল্যান্ড দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তিনি মনে করেন ঐতিহ্যগত ভাবেই, বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত ও অস্ট্রেলিয়া।

'আমরা অন্যতম দাবিদার। ঐতিহ্যগত ভাবে ভারত এবং অস্ট্রেলিয়াও তাই।'
নিজেদের দারুণ ফর্ম নিয়েই বিশ্বকাপ খেলতে নামবে ইংল্যান্ড। তবে, বিশ্বকাপের মতো বড় আসর এবং নক আউট পর্ব সবসময়ই বাড়তি চাপ তৈরি করে, সেটার জন্য তৈরিই আছে ইংল্যান্ড।
'আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। কিন্তু বিশ্বকাপের আসর, নক আউট টুর্নামেন্ট, সবসময়ই প্রচুর চাপের পরিস্থিতি।'
বিশ্বকাপের প্রতিটি দলই শক্তিশালী এবং সারা বিশ্বের সেরা সেরা খেলোয়াড়রা অংশ নিচ্ছে এই বিশ্ব আসরে। ফলে, ফেভারিটের তকমা গায়ে থাকলেও তা খুব বেশি কাজে আসবে না বলে মনে করেন বাটলার।
'সারা বিশ্বের অনেক ভালো খেলোয়াড় এবং শক্তিশালী দলগুলো অংশ নিচ্ছে। তাই ফেভারিট হওয়া গোনায় ধরার মতো না।'