promotional_ad

বিশ্বকাপ স্কোয়াডে চমকের ইঙ্গিত দিলেন নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বিশ্বকাপে স্কোয়াডে দুই-একজন নতুন মুখ থাকতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের স্কোয়াড অনেকটাই স্থিতিশীল বলা চলে। তবে বিশ্বকাপের মত বড় মঞ্চে প্রতিপক্ষকে চমকে দিতে অচেনা কাউকে স্কোয়াডে রাখা হবে কিনা, এই নিয়ে নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে।


মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন নান্নু। ‘এই মুহূর্তে এটা বলা মুশকিল, নতুন একজন দিচ্ছি কিনা। এই নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। দুই এক দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই তৈরি করে ফেলব।



promotional_ad

‘কিছু থাকতেও পারে, আপনি যেটা জিজ্ঞেস করছেন হয়তো একজন থাকতেও পারে বা দুইজন থাকতেও পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা, তারপরও আপনারা জানবেনই।‘


ঢাকা প্রিমিয়ার লীগে ওয়ানডে দলের নিয়মিত সদস্যরা বড় রান পাচ্ছে না। তবে বড় মঞ্চের জন্য আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলা ক্রিকেটাররাই প্রাধান্য পাবে, সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। একই সাথে জাতীয় দলের ক্রিকেটারদের ফর্মে ফেরার ব্যাপারেও আশাবাদী নান্নু।


‘কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এটা কিন্তু অনেক বড় টেস্ট। অবশ্যই এটা এমন একটা মঞ্চ, বিশ্বের সবচাইতে সেরা মঞ্চ হচ্ছে বিশ্বকাপ। সেই হিসেবে চিন্তা অবশ্যই থাকবে দল গঠন নিয়ে। কেমন করে দলে, এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা থাকবে। তারপরও বাইরের অনেক গুলো প্লেয়ারের চিন্তাভাবনার কারণ আছে।


'দেখা যাক সামনের সুপার লীগের ৩টা ম্যাচ শেষ হোক। আমি মনে করি আমাদের খেলোয়াড়রা অবশ্যই ফর্মে ফিরে আসবে। সামনে আয়ারল্যান্ডে সিরিজ আছে, সুপার লীগে অনেক গুলো ম্যাচ আছে। এর মাঝে আমরা যাদের নিয়ে চিন্তা ভাবনা করছি তাঁরা অবশ্যই ফর্মে ফিরে আসবে।‘



বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণও জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। চলমান ডিপিএলের সুপার লীগ পর্বের দুই-একটি ম্যাচ দেখেই দল ঘোষণা করবে বাংলাদেশ।


‘আমরা পরবর্তীতে সুপার লীগে দুই খেলা পরেই কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়াটা শেষ করব। তারপর ১৮ তারিখের দিকে আমরা টিম ঘোষণা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball