promotional_ad

বিশ্বকাপে পরিবার সাথে নিতে পারবে মাশরাফিরা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপে পরিবার সাথে নিতে পারবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।


মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে জুলাই মাসের ১৪ তারিখ। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের ক্রিকেটটার ও সাপোর্ট স্টাফরা সফর শুরুর দুই সপ্তাহ পর থেকে পরিবার ও বান্ধবীদের সাথে রাখার অনুমতি দিয়েছে।


বাংলাদেশ দলের ক্ষেত্রে এমন কোনো সময় বেঁধে দেয়া হয়নি। বুধবার আকরাম খান সাংবাদিকদের বলেছেন,



promotional_ad

‘আমাদের সময় ক্রিকেটারদের পরিবারের সদস্যরা সফর সঙ্গী হতে পারত না। কারণ ম্যানেজমেন্ট খুব কড়া ছিল তখন। এখন যদি আপনারা দেখেন, গত বিশ্বকাপেও প্লেয়ারদের সাথে তাদের পরিবারের সদস্যরা ছিল। এতে সমস্যার কিছু নেই।‘


বাংলাদেশ দল মে মাসের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবে, সেখানে উইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাথে তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট খেলবে।


সেখান থেকে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা সরাসরি ইংল্যান্ড সফরে যাবে, বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এক সপ্তাহের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা থাকবে ক্রিকেটারদের জন্য।


জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্বকাপের আগে ক্যাম্পে অনুশীলন না করে পরিবারের সাথে আলাদা সময় কাটানোর জন্য ছুটি চেয়েছে।



‘আমি শুনেছি ক্রিকেটাররা নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমার কাছে অফিসিয়ালি এমন কোনো আবেদন আসেনি। আমরাও জানি আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের সফর বেশ লম্বা। তারা মাঝের সময়ে চারদিনের ছুটি চাইছে। পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো। তাদেরও একই ইচ্ছা। বিসিবি তাদের চাওয়াকে অবশ্যই গুরুত্ব দেবে। অফিসিয়ালি তাদের আবেদন আসলে আমরা ভেবে দেখব অবশ্যই,’ বলেছেন আকরাম খান।


এপ্রিল মাসের ১৮ তারিখ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। ২২ এপ্রিল থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে জাতীয় দলের বিশেষ ক্যাম্প শুরু হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball