আইপিএল অর্থ না পেয়ে মিচেল স্টার্কের মামলা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার একটি বীমা কোম্পানির বিরুদ্ধে দেড় মিলিয়ন ডলারের মামলা করবেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ইতিমধ্যেই উকিলের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালের আইপিএল। সেবার দেড় মিলিয়ন ডলারের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ মিলেছিল বাঁহাতি এই পেসারের।

ইনজুরির কারণে যদি আইপিএল খেলতে না পারেন, তাহলে ওই বিমা কোম্পানি মিচেল স্টার্ককে ১.৫৩ মিলিয়ন ডলার দিতে বাধ্য। ২০১৮ আইপিএলের আগে ঠিকই ইনজুরিতে পড়েন স্টার্ক।
কাফ ইনজুরির কারণে পুরো আসরের জন্য ছিটকে পড়েন তিনি। আইপিএল শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ছিল অস্ট্রেলিয়ার, সেখানেই ইনজুরির শিকার হন তিনি।
বিমা কোম্পানির নিবন্ধনে লেখা ছিল, মিচেল স্টার্ক ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ৯৭৯২০ ডলার পরিশোধ করেছেন। একই সাথে সকল মেডিকেল রিপোর্টও জমা দিয়েছেন।
এখন পাওয়া অর্থ ফেরত না পাওয়ায় আইনি ব্যবস্থা নিচ্ছেন এই অজি ফাস্ট বোলার।