promotional_ad

‘দেশের হয়ে নাও খেলতে পারেন নবি-রশিদ’

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগান ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। মোহাম্মদ নবি ও রশিদ খানদের হতাশ করতে বারন করছেন তিনি।


বিশ্বকাপের এক মাস আগে অধিনায়ক বদল করে সমালোচনার মুখে পড়েছে আফগান ক্রিকেট বোর্ড। নিজ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছে দুই আফগান তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি ও রশিদ খান, আসন্ন বিশ্বকাপে আফগান দলের কাপ্তান হিসেবে আসগর আফগানকেই চান এই দুই তারকা ক্রিকেটার। সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও নবি-রশিদের পক্ষে মত দিয়েছেন।  


অভিজ্ঞ আসগর আফগান তিন ফরম্যাটের ক্রিকেটে আফগান দলের নেতৃত্বে ছিলেন। তাঁর অধীনে সম্প্রতি আয়ারল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান, এর আগে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সাথে ড্র করে আফগানরা। সেই অভিজ্ঞ আসগরকেই বিশ্বকাপের আগে অধিনায়কের পথ থেকে সরিয়ে দিয়েছে আফগান নির্বাচকরা।



promotional_ad

তিন ফরম্যাটের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান। টেস্টে রহমত শাহ, ওয়ানডেতে গুলবাদিন নাইব ও টি-টুয়েন্টিতে নেতৃ্ত্ব দেবেন রশিদ খান।


‘বিশ্বকাপের এক মাস আগে কিভাবে অধিনায়ক পাল্টানো যায়?’ ক্রিকবাজ লাইভে এমন প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সফল কাপ্তান মাইকেল ভন। ‘যার অধিনে আপনি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন, তাকেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হল, আমি মনে করি একদম পাগলামি। আর নবি-রশিদ আফগানিস্তান ক্রিকেটের শুভেচ্ছাদূত, সারা বিশ্বে ওরা আফগান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করছে। আপনি নবি ও রশিদকে রাগাতে চাইবেন না, এটাই আমার বার্তা। তাঁরা হয়তো দেশের হয়ে নাও খেলতে পারে।’


এর আগে টুইটারে বোর্ডের সিদ্ধান্তে বিরোধিতা করে মোহাম্মদ নবি লিখেছেন, ‘এই দলের সিনিয়র সদস্য ও আফগানিস্তানের ক্রিকেটকে বেড়ে ওঠার সাক্ষী হিসেবে আমি মনে করি, বিশ্বকাপের আগে এই মুহূর্তে অধিনায়ক বদলের সিদ্ধান্ত সঠিক নয়। আসগরের অধীনে দলটি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের নেতৃত্বে সে-ই (আসগর) সঠিক মানুষ।’


রশিদও খোলামেলা ভাবে বোর্ডের সমালোচনা করেছেন। টুইটারে আসগর আফগানের পক্ষ নিয়ে তিনি লিখেছেন, ‘নির্বাচক কমিটির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি দৃঢ়ভাবে অসম্মতি জানাচ্ছি এই সিদ্ধান্তের। এটা দায়িত্বহীন ও পক্ষপাতমূলক।



‘বিশ্বকাপ ক্রিকেট আমাদের সামনে। আসগর আফগানেরই আমাদের অধিনায়ক থাকা উচিত। দলের সাফল্যে তার অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র কয়েক মাস পর যেখানে বিশ্বকাপের মতো বড় আসর, সেখানে অধিনায়কত্ব বদল অনিশ্চয়তা তৈরি ও দলের মনোবলে আঘাত করতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball