promotional_ad

ফুল রান আপে বোলিং করলেন তাসকিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সোমবার মিরপুরের একাডেমী মাঠে ফুল রান আপে বোলিং করেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। গত এক সপ্তাহ ধরেই বোলিং করছেন তিনি। দুই সেশন শর্ট রান আপে বোলিং করেছেন তাসকিন। এবার ফুল রান আপে বোলিং করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।


উন্নতির ধারা বজায় রাখতে পারলে ঢাকা লীগের সুপার সিক্স পর্ব থেকেই খেলা শুরু করার প্রত্যাশা তাসকিনের। সাংবাদিকদের তিনি বলেছেন,


‘প্রতিদিন উন্নতি হচ্ছে মাশা আল্লাহ। আজকে ফুল রান আপে বোলিং করেছি। আল্লাহর রহমতে সমস্যা হয়নি। সব মিলিয়ে এটা ভালো লাগছে যে এতদিন পর ফুল রান আপে বোলিং করলাম। এভাবে চলতে থাকলে ইনশা আল্লাহ… লিগে খেলার পরিকল্পনা আছে সামনে।



promotional_ad

‘কিছুটা জড়তা আজকে ছিল। এতদিন পর ফুল রান আপে বোলিং করলাম। কিন্তু সেশনটা শেষ হওয়ার পর এখন অনেক ভালো লাগছে যে আল্লাহর রহমতে সমস্যা ছাড়া শেষ হয়েছে। শুরু করার আগে নার্ভাস ছিলাম একটু। এটা এখন ভালো।‘


ফিজিও ও বিসিবি চিকিৎসকের সর্বদা পর্যবেক্ষণে থাকা তাসকিন দ্রুত ম্যাচ ফিটনেস অর্জন করার চেষ্টায় আছেন তাসকিন।


‘ফিজিও যতটুকু দেখলেন এবং দেবাশীষ দা (বিসিবি চিকিৎসক) ও শাওন ভাই (ফিজিও) তারা দুজনই ছিলেন। শাওন ভাই তো বোলিং সেশনের সময়ও ছিলেন। এর পরে দেবাশীষ দা’র সঙ্গে কথা বললেন। তো সব মিলিয়ে তারাও খুশি। আসলে তাদের কথা অনুযায়ী সবকিছু করছি। এগোচ্ছি ফিজিওর পরিকল্পনা অনুযায়ী। এই তো সব ঠিক থাকলে দ্রুতই খেলা শুরু করবো বলে আশা করছি।‘


তাসকিন সর্বশেষ ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন। এরপর বাজে ফর্ম ও পরবর্তীতে ইনজুরির কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হয় তাঁকে।



নতুন বছরের শুরুতে বিপিএলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ পায় তাসকিন। সুযোগটি দুই হাতে লুফে নিতে ব্যর্থ হন নি তাসকিন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পেসার ছিলেন তিনি।


বিপিএল পারফর্মেন্স দিয়েই নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছিলেন তিনি, বিবেচনায় আছেন বিশ্বকাপ স্কোয়াডেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball