promotional_ad

বিশ্বকাপের হাওয়া গায়ে লাগছে মোসাদ্দেকের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগে দারুণ ফর্মে থাকা মোসাদ্দেক হোসেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন। মোসাদ্দেক এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এর আগে প্রায় এক বছর চোখের সংক্রমণের কারণে দলের বাইরে ছিলেন তিনি। গত বছর উইন্ডিজ সফর দিয়ে দলে ফিরলেও এশিয়া কাপের পর বাজে পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েন তিনি।


তবে চলমান ঢাকা লীগে আবাহনীর হয়ে ফিনিশারের দায়িত্বে সফল হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডের জন্য মোসাদ্দেকের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। সম্প্রতি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছিলেন। দলের বাইরে থাকলেও বোর্ড কর্তা ও অধিনায়কের সুনজরে আছেন তিনি।


‘এটা আসলে আমার জন্য অনুপ্রেরণাদায়ক, এখন একটা আভাস পাচ্ছি। তখনই সত্যি হবে যখন এটা পুরোপুরি ঘোষণা করা হবে। ঘোষণা যতক্ষণ না হচ্ছে... ঘোষণা হলেও আমার কাজ হচ্ছে পারফর্ম করা। আমি প্রিমিয়ার লীগ খেলছি, আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া। বাকিটা আল্লাহ ভরসা। আমি নিজেও জানি না কি হবে। তবে এটা খুবই অনুপ্রেরণার বিষয়, উনাদের নজরে আমি আছি। আমি আগেও বলেছিলাম, অন্যদের থেকে আমরা পারফর্ম করলে একটু এগিয়ে থাকব আমরা।



promotional_ad

‘যখন একটা প্লেয়ার পারফর্ম করতে থাকে তখন থেকেই তার মধ্যে একটা তৃপ্তি কাজ করতে থাকে। আসলে সত্যিকার অর্থে তৃপ্ত তখনই হব যদি মনের মধ্যে যেই লক্ষ্যটা আছে, বিশ্বকাপে যাওয়া, সেটা পূর্ণ হলে। তখনই হয়তো আশা পূর্ণ হবে। আমার কাজ পারফর্মেন্সে মনোযোগ দেয়া, আমি সেটাই করছি, বাকিটা আল্লাহ ভরসা,‘ বলেছেন মোসাদ্দেক।


মোসাদ্দেক তাঁর ছোট্ট ক্যারিয়ারের শুরু থেকেই ফিনিশারের দায়িত্ব পালন করে আসছেন। সাফল্য ও ব্যর্থতার মিশেলে সাজানো মোসাদ্দেকের ক্যারিয়ার। এবার বড় মঞ্চে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। প্রিমিয়ার লীগে ফিনিশারের দায়িত্ব বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন মোসাদ্দেক। এবারের ঢাকা লীগের মাধ্যমে নিজেকে জাতীয় দলের চাহিদাপত্র অনুযায়ী গড়ে তুলছেন, দাবি মোসাদ্দেকের।


‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে যত ম্যাচ খেলেছি, সবসময়ই এই দায়িত্বই পালন করতে হয়েছে। হয়তো কিছু সময় হয়েছে, আবার কিছু সময় হয়নি। আমিও খুব ভালো করে জানি আমার কাজটা ফিনিশিং এর দিকে। আমি এই জিনিসটা যত দ্রুত ধরতে পারব আমার জন্য ততই লাভ। প্রিমিয়ার লীগের ম্যাচেও সেটা চেষ্টা করছি।


‘আসলে এখানে স্কিলের প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রস্তুতি। আমি যদি মানসিকভাবে ঠিক থাকি... আমার মোটামুটি একটা ধারনা আছে সেখানে কন্ডিশন কি রকম হবে। আম?? ওটার ওপর ফোকাস করেই এখানে কিছু প্র্যাকটিসের চেষ্টা করছি।‘



ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। ব্যক্তিগতভাবে ব্যাট হাতে আসরটি সফল না হলেও বোলার মোসাদ্দেক কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন দ্রুত তিন উইকেট নিয়ে, সেই ম্যাচে অবিস্মরণীয় জয়ে বড় অবদান রেখেছেন তিনি। ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে অবগত মোসাদ্দেক এবারো সুযোগ পেলে সৎ ব্যবহার করতে চান।


‘আর আমি আসলে যেখানেই খেলছি, সেখানেই বোলিংয়ে আমার টুকটাক অবদান আছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি একটা ম্যাচে তিন উইকেট পেয়েছিলাম। ওই ম্যাচটায় মোড় ঘুরিয়ে দিয়েছিল সেটি। আমি যখন বোলিং করি চেষ্টা করি ইকোনমিটা ঠিক রাখার। আমি জানি একটা ম্যাচে হয়তো আমাকে ৫-৬ ওভার বোলিং করা লাগতে পারে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball