promotional_ad

প্রতিযোগিতার উত্তাপ পাচ্ছে আবাহনী

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তারকার ভরা আবাহনী ঢাকা প্রিমিয়ার লীগের উত্তাপ টের পাচ্ছে। শক্তিশালী দল গড়েও স্বস্তিতে নেই ধানমন্ডির জায়ান্টরা। ৭ ম্যাচে ৬ জয় ও ০.৮৭৩ রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। তবে আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়তে আছে দল দুইটি। খুব পিছিয়ে নেই ৭ ম্যাচে ৫ জয় পাওয়া প্রাইম দোলেশ্বরও।


পয়েন্ট টেবিলের উপরের দিকে এই শীর্ষ চার দলের জটলাই জানান দিচ্ছি এবারের লীগের প্রতিযোগিতার মাত্রা। খালেদ মাহমুদ সুজন, আবাহনীর কোচ প্রতিযোগিতাপূর্ণ ঢাকা লীগ নিয়ে বলেছেন,


‘হ্যাঁ অবশ্যই, এমন প্রতিযোগিতা থাকা তো অনেক গুরুত্বপূর্ণ। প্রাইম ব্যাংকও দারুণ টিম। রূপগঞ্জও ভালো দল। যদিও আমরা রূপগঞ্জের সাথে খেলি নি। প্রাইম ব্যাংকের সাথে আমরা একটা ম্যাচ হেরেছি।



promotional_ad

'ওই ম্যাচটায় আমরা শেষটা ভালো করতে পারিনি। দুইটাই দলই দারুণ শক্তির। সবচেয়ে বড় কথা, মাঠে ভালো খেলছে। একটা প্রতিযোগিতা নিয়ে খেলছে। আমাদেরও সামনের ম্যাচ গুলোতে ভালো খেলতে হবে।‘


লীগ শুরুর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটারদের নিয়ে দল সাজালেও মাঠের পারফর্মেন্স প্রধান কোচকে সন্তুষ্ট করছে না। দলের সদস্যদের ব্যক্তিগত পারফর্মেন্স ভালো হলেও দল হিসেবে এখনো শতভাগ দিতে পারেনি দলটি।


লীগের মাঝপথে এসে এখনো নিজেদের শতভাগ পারফর্মেন্সের খোঁজে আছে আবাহনী। বাকি দল গুলোর জন্য বিষয়টি সুখবর না হলেও সময়মত সব ইঞ্জিন চালু করার ইঙ্গিত দিয়েছেন সুজন।


‘আমি মন মতো পারফর্মেন্স পাই নি এখনো। আবাহনীর জেতা উচিত, আবাহনী যেই রকম টিম, এই প্রতিযোগিতা হিসেবে, আবাহনীর নাম গুলো যদি দেখেন, প্রায় জাতীয় দলই বলা চলে। আমরা কিন্তু উত্তরার সাথে ছাড়া কোন ম্যাচে ওইভাবে জিততে পারি নি। জিতেছি ম্যাচ, কঠিন হয়েছে জিততে। তবে এটাও ভালো যে চ্যালেঞ্জের মুখে পড়েছি।



‘লাস্ট ম্যাচে মাশরাফি ওয়াজ আউটস্ট্যান্ডিং, অলমোস্ট হারা ম্যাচ জিতেছি আমরা, মাশরাফির কল্যাণে আমি বলব। অমি আর মোসাদ্দেক দারুণ ব্যাটিং করেছে। তারপরও আবাহনীর যেভাবে জেতা উচিত ওইভাবে জিততে পারি নি। টোটাল টিম পারফর্মেন্স  যেটা হয় সেটা হয়নি এখনো। আমি আশা করি ছেলেরা জ্বলে উঠবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball