দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার স্টার্কদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, গেল বছর বল টেম্পারিংয়ের কারণে ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ না হলে সিরিজের চতুর্থ টেস্ট বয়কট করতেন চার অজি ক্রিকেটার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন এবং জশ হ্যাজেলউড। প্রতিবেদন প্রকাশের দুই দিন পর স্টার্ক-হ্যাজেলউডরা তাঁদের উপর আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ওয়ার্নারকে নিয়ে প্রকাশিত প্রবেদনটি পড়ে অনেক হতাশ হয়েছেন তাঁরা সকলেই। সকলে সম্মলিত হয়ে এক বিবৃতিতে নিজেদের হতাশ হওয়ার বিষয়টি তুলে ধরেছেন তাঁরা।

এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ এবং আসন্ন অ্যাশেজের প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছে। আর ওয়ার্নারের সাথে তাঁদের সম্পর্ক খারাপ করতেই এমন ধরণের প্রতিবেদন ছাপা হয়েছে বলে দাবি তাঁদের।
'আমরা প্রতিবেদনটি পড়ে অনেক হতাশ হয়েছি। তাঁদের দাবি যে ওয়ার্নার নিষিদ্ধ না হলে আমরা চতুর্থ টেস্ট বয়কট করতাম। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
'এখানে আমাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ওয়ার্নারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হয়েছে। দল হিসেবে আমরা সবাই ঐক্যবদ্দ এবং আমাদের এখন একটাই চিন্তা সামনে বিশ্বকাপ এবং অ্যাশেজ।'
গেল বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং করেছিলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
যেকারণে স্মিথ-ওয়ার্নারকে ১ বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার শেষ হয়েছে স্মিথ এবং ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা।