জোড়া সেঞ্চুরির পরও হারের বৃত্তে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও হারের বৃত্তে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান।
বড় লক্ষ্যে খেলতে নেমে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন পাকিস্তানী ওপেনার শান মাসুদ। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করেছেন আবিদ আলী ও হারিস সোহেল।
হারিস ফিরেছেন ২৫ রান করে। পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ রান করে আউট হয়েছেন আবিদ। এই ওপেনার ফিরে যাওয়ার পরই শুরু হয় পাকিস্তানী ব্যাটসম্যানদের আসা যাওয়া।
অবশ্য একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে না পারলে জয় পাওয়া হয়নি পাকিস্তানের।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান কোল্টার-নিল একাই নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট গেছে মার্কুস স্টইনিসের ঝুলিতে। ১টি করে উইকেট পেয়েছেন রিচার্ডসন, লায়ন ও জাম্পা।
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান এসেছে মারকুটে ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির আশা জাগিয়েও ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।
যার ফলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি হাতছাড়া হয় তাঁর। সাজঘরে ফেরার আগে ৮২ বলে ৯ চার ও তিন ছক্কায় ৯৮ রান করেন। এছাড়া ৬২ রান করেন উসমান খাওয়াজা। ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অ্যালেক্স ক্যারি শেষ দিকে ৫৫ রান করে আউট হন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ ও মোহাম্মদ হাসনাইন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়াঃ ২৭৭/৭ (ম্যাক্সওয়েল ৯৮, উসমান খাওয়াজা ৬২, কেরি ৫৫, ফিঞ্চ ৩৯; হাসনাইন ২/৫২, ইমাদ ২/৫৬)
পাকিস্তানঃ ২৭১/৮ (৫০ ওভার)
(আবিদ ১১২, রিজওয়ান ১০৪; কোল্টার-নিল ৩/৫৫)