এবারই বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ ইংল্যান্ডেরঃ ব্রড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড দলের পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন এবারই ইংল্যান্ড দলের বিশ্বকাপ জয়ের বড় সুযোগ। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে সব রকমের সামর্থ্য আছে তাঁর দলের এমনটাই বিশ্বাস তাঁর।
জেসন রয়, জস বাটলার, বেন স্টোকস ও ইয়ন মরগ্যানদের মতো একচেটিয়া ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় এর আগে কখনও পায়নি ইংল্যান্ড দল, এমনটাই ধারণা এই ইংলিশ পেসারের।

'ইংল্যান্ড দলের, এটা সেরা সুযোগ বিশ্বকাপ জয়ের। আমি মনে করিনা, আমরা এর আগে একচেটিয়া ম্যাচ জিতিয়ে দেয়ার মতো প্রতিভাবান পেয়েছি। যেমনিটা (জেসন) রয়, (জস) বাটলার, (বেন) স্টোকস, (ইয়ন) মরগ্যানরা করে দেখিয়েছে।'
ইংল্যান্ড এর আগে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। ইতিহাস বদলানোর জন্য এবার ঘরের মাঠের বিশ্বকাপকেই বেঁছে নিতে চায় দলটি। নিজেদের সর্বকালের সেরা দলগুলোর কাতারে প্রতিষ্ঠিত করতে বিশ্বকাপ জয়ের বিকল্প নেই বলে মনে করেন ব্রড।
'আপনি শুধু ট্রফি জয় দিয়েই যেকোনো দলকে বিবেচনা করবেন। তাই নয় কি? আপনি এমন একটি গ্রেট দল দেখাতে পারবেন না যাদের প্রধান কোনো ট্রফি নেই। ইংল্যান্ডের এই ওয়ানডে দলটির গ্রেট টিমের সমমানের হতে হলে, তাদের বিশ্বকাপ জিততে হবে।'
শারীরিক ভাবে নিজেদের সেরা অবস্থানে রাখতে কঠিন পরিশ্রম করছেন বলে জানিয়েছেন ব্রড। 'আমরা এখন কঠোর অনুশীলন করছি এবং যতটা সম্ভব শারিরিক ভাবে সেরা অবস্থানে থাকার চেষ্টা করছি।'