অশ্বিনের উপর ক্ষিপ্ত বিসিসিআই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে জস বাটলারকে মানকড় আউট করে সমালোচনার মুখে পড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব দলপতি রবিচন্দ্রন অশ্বিন। এই অলরাউন্ডারের অখেলোয়াড় সুলভ আচরণ মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই)।


সম্প্রতি টাইম অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে ক্রিকেটীয় স্কিলই প্রয়োগ করা উচিত। দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় বলেও মনে করেন তিনি।


promotional_ad

'একজন ক্রিকেটারকে বোকা বানানোর ক্ষেত্রে ক্রিকেটীয় দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। প্রতিযোগিতা থাকা ভাল, কিন্তু তারও একটা সীমা থাকা দরকার।’


ম্যাচের দায়িত্বে থাকা কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন তিনি।  নিয়ম অনুয়ায়ী, বোলিং করার মুহূর্তে ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তা হলেই তাঁকে আউট করা যাবে।


কিন্তু অশ্বিন সেই নিয়ম না মানায় বিতর্ক তৈরি হয়েছে। বাটলারের আউটকে আরেক বিসিসিআই কর্মকর্তা পেছন থেকে ছুরি মারার সাথে তুলনা করেছেন। অশ্বিন মাঠে জিতলেও, মন জিততে পারেননি বলে মনে করেন তিনি।


'আউটের এই ধরণটি পেছন থেকে ছুরি মারার মতোই। তাই এটা নিয়ে সমালোচনা হবেই। এটা দিয়ে মাঠে জেতা যায় কিন্তু মন জেতা যায় না।'


ম্যাচ শেষে অশ্বিনের সাথে হাত মেলাননি বাটলার। এটাকেও অনেকেই ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে বলে মনে করছেন। সব মিলিয়ে মানকড় আউট নিয়ে সমালোচনা এখন শিখরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball