শাইনপুকুরের প্রতিপক্ষ ব্রাদার্স

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শাইপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
এবারের আসরে বেশ শক্তিশালী দল গড়েও টুর্নামেন্টের শুরু থেকেই ধুঁকছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এখন পর্যন্ত তারা ৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে দলটি। বাকি ৪ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে তারা।
পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ১০ নম্বরে। ফলে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে দলটি। নিজেদের শেষ ম্যাচে তারা নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে।

এই জয়টি আত্মবিশ্বাস যোগাবে ব্রাদার্সের বিপক্ষেও। দলটির হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ব্যাটসম্যান সাব্বির হোসেন। শেষ ম্যাচে ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। যদিও টুর্নামেন্টে ইতিমধ্যে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি।
তাছাড়া বড় ইনিংস খেলতে না পারলেও নিয়মিত রানের মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় পেতে বোলারদেরও ভালো কিছু করে দেখাতে হবে এই ম্যাচে।
এদিকে, শেষ ম্যাচে বিকেএসপির বিপক্ষে মাত্র ২ রানের ব্যবধানে হেরেছিল ব্রাদার্স ইউনিয়ন। সেই হারের ক্ষত ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে চাইবে দলটি। ব্রাদার্স ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত ২টি ম্যাচে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৭ নম্বরে।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মো: রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান,মো. সাদমান ইসলাম অনিক, নুর আলম সাদ্দাম এবং ইমরান আলী।
ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি, ফজলে রাব্বি মাহমুদ, মো: শরিফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি।