promotional_ad

অস্ট্রেলিয়ার নতুন কোচ গ্রিফিথ-কুলে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপ এবং আসন্ন অ্যাশেজের জন্য দুজন ভিন্ন বোলিং কোচকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন অজি সাবেক পেসার অ্যাডাম গ্রিফিথ। অ্যাশেজ সিরিজে তাঁর পরিবর্তে দায়িত্ব তুলে নিবেন তাসমানিয়ার সাবেক ক্রিকেটার ট্রয় কুলে।


সদ্যবিদায়ী কোচ ডেভিড সাকেরের স্থানে প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করবেন তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এই ব্যাপারে কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান,



promotional_ad

‘আমরা ভাগ্যবান যে বিশ্বকাপের সময় গ্রিফিথ আমাদের সঙ্গে যোগ দেবে। এছাড়া ট্রয় আমাদের সঙ্গে অ্যাশেজ পর্যন্ত থাকবে। ওয়াকাতে আমি গ্রিফিথের সঙ্গে কাজ করেছি। 


'সে যতোটা পরিশ্রম করে তা দেখে আমি মুগ্ধ। নিজের চেষ্টা ও নিরলস পরিশ্রম দিয়েই নিজেকে অস্ট্রেলিয়া অন্যতম সেরা তরুণ কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে গ্রিফিথ।’


চলতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই অজিদের সঙ্গে কাজ শুরু করেছেন ট্রয় কুলি। ২০১১ সাল থেকেই অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।



এছাড়া সাবেক পেসার গ্রিফিথ ২০১১ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর তাসমানিয়ায় হেড কোচের দায়িত্ব নেন ২০১৭ সালে। অবশ্য স্যাকারের নিয়োগের আগে ২০১৬ সালে অল্প সময়ের জন্য জাতীয় দলে আগেও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball