promotional_ad

বিসিসিআইয়ের কাছে স্মিথের জবাবদিহিতা দাবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরে খেলতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জবাবদিহিতা চেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। 


গত আইপিএলে রাজস্থান রয়্যালসের এই তারকা ক্রিকেটারের খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ঠিক কি কারণে এই নিষেধাজ্ঞা ছিলো সেটি নিয়ে এখনও সন্দিহান স্মিথ। 


কেননা বল টেম্পারিংয়ের দায়ে তাঁকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে আইপিএলে খেলতে তাঁর বাঁধা থাকার কথা ছিলো না। অথচ এবারের আসরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই খেলার অনুমতি পেয়েছেন স্মিথ। 



promotional_ad

সুতরাং স্বভাবতই এই ব্যাপারে বিসিসিআইয়ের কাছে প্রশ্ন রেখেছেন এই অজি। বলেছেন, 'আমি আসলে নিয়মকানুনের ব্যাপারে তেমন কিছু জানিনা। এই ব্যাপারে বিসিসিআইকে জিজ্ঞেস করতে হবে, আমি জানি না আসলে।'


গত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর হাতের ইনজুরিতে পড়া স্মিথ বর্তমানে অনেকটাই সুস্থ। সুতরাং এদিক থেকে তেমন সমস্যা বোধ করছেন না তিনি। তাই প্রথম ম্যাচে মাঠে নামার আশা প্রকাশ করেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর ভাষায়, 'আমি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো। সব কিছু এখন ঠিক আছে।'


গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ইস্যুতে জড়িয়ে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। 


তাঁদের সাথে একই ঘটনায় লিপ্ত থাকার দরুন আরেক অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি মাসের ২৯ তারিখে শেষ হতে যাচ্ছে স্মিথ এবং ওয়ার্নারের নিষেধাজ্ঞা। 



উল্লেখ্য ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৬৯টি আইপিএলের ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। যেখানে ৩৭.২০ গড় এবং ১৩১.৭০ স্ট্রাইক রেটে রান ১৭০৩ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball